Sunday, July 27, 2025

নড়াইলে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে কোনরকম অনিয়ম ছাড়া স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু হয়েছে।

২৯ অক্টোবর ২৪ (মঙ্গলবার) নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ১ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিয়োগের প্রথম প্রহরে চাকরি প্রত্যাশীদের পুলিশ লাইন্স গেটের বাহিরে পুলিশ লাইন্স স্কুল মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইন্স মাঠের ভেতরে কোটাভিত্তিক বিভিন্ন লাইনে দাঁড়ায়।

সেখান থেকে সুশৃংখলভাবে উচ্চতা, ওজন ও বুকের মাপে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজ পত্রের যাচাই যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদেরকে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হয়। জেলা পুলিশ সুপারের উপস্থিতে যোগ্য (শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদের সুশৃংখল ও নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এক বক্তব্যে বলেন, সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। তিনি কারো কথায় প্ররোচিত হয়ে কোন রকম আর্থিক লেনদেনে জড়াতে সকল চাকরি প্রত্যাশীদের নিষেধ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি নড়াইল জেলা পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, জিএমপি, ঢাকা, মোঃ মেহেদী হাসান শাতিল, সহকারি পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,নিয়োগ বোর্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল, জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর, মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা, ০২ জন মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস বিশ্বাস ও ডাঃ ভাষিকা মিফতাহুল ফাইকাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ নিয়োগ কার্যক্রমকে বেগবান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ভোলায় সেনাসদস্য আনোয়ারের বিরুদ্ধে কোর্ট মার্শালের আদেশ

আরিফা হক,গাজীপুর প্রতিনিধি : হত্যা চেষ্টা ও ছিনতাই মামলার প্রধান আসামি সেনাবাহিনীর সদস্য আনোয়ার হোসেন (সৈনিক নং ১২৩৮৩৬৭) এর...

শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত-সকাল দশটা...

নড়াইলে এক সহানুভূতির হাত বদলে দিচ্ছে শত তরুণের ভবিষ্যৎ

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ জীবনের সংগ্রাম ও হতাশার অভিজ্ঞতা থেকেই সৌরভ বিশ্বাস উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সময়মতো একটি সহানুভূতির হাত...

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোস্তফা জামাল

অনলাইন ডেস্কঃ চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে...