Friday, August 15, 2025

কালীগঞ্জে পচা মাংস বিক্রির অভিযোগ 

Date:

Share post:

হুমায়ুন কবির, ঝিনাইদহ :
ঝিনাইদহের  কালীগঞ্জে এক মাংস বিক্রেতার বিরুদ্ধে পচা গরুর মাংস বিক্রি অভিযোগ উঠেছে।  পৌর শহরের নলডাঙ্গা গোহাটা রোডের তেমাথায় অবস্থিত “আল্লাহর দান গোশত ঘর” নামক দোকানে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় পচা গরুর মাংস বিক্রির  এ ঘটনা ঘটে। সকালে আল্লাহর দান গোশত ঘরে মাংস কিনতে এসে ক্রেতারা প্রথমে বিষয়টি ধরতে পারেন। সে সময়ই তারা পৌর কর্তৃপক্ষকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পৌরসভার একটি দল এসে ঘটনার সত্যতা পায়।
কালীগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির তখন শামীম হোসেনের মাংস বিক্রির দোকান থেকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫ ধারা অনুযায়ী ১৫ কেজি পচা গরুর মাংস জব্দ করেন এবং জনসম্মুখে ওই পচা মাংসে কেরোসিন ঢেলে সম্পূর্ণরূপে খাবার অনুপযোগী করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ, কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আল- আমিনসহ স্থানীয়  অনেকে। সোহেল আহমেদ নামে একজন মাংস ক্রেতা জানান, আমি প্রায়ই শামীম ভাইয়ের দোকান থেকে মাংস কিনি।
কিন্তু উনি যে এভাবে পচা মাংস বিক্রি করেন তা তো জানতাম না। আমার তো মনে হয় মাংস বিক্রির যে নিয়ম নীতি রয়েছে তা এখেনে থাকা মাংস বিক্রেতা  আশরাফ ও শাজাহানসহ  কোনো মাংস বিক্রেতাই মানেন না। আবার পৌর কর্তৃপক্ষ মাংস নিয়ম মেনে বেচা বিক্রি হচ্ছে কিনা এ সংক্রান্ত তাদের যথাযথ দায়িত্ব পালন করেন বলে মনে হয় না। যে সমস্ত মাংস বিক্রেতারা এভাবে মানুষকে অখাদ্য খাওয়াই তাদের দোকান বন্ধ করে দেওয়া উচিত। অভিযুক্ত আল্লাহর দান গোশত ঘরের স্বত্বাধিকারী শামীম হোসেনের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, ওই মাংস ফ্রিজে রাখা ছিল। যে কারণে পানি ঝরছিল এবং কিছুটা গন্ধ হয়েছিল। যা হবার হয়েছে ভাই, এরপর থেকে এমন কাজ আর হবে না।
কালিগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পচা মাংস বিক্রির বিষয়টি জানতে পেরে ওই দোকানে অভিযান চালিয়ে পচা মাংস জব্দ করি এবং তা বিনষ্টপূর্ব বিক্রেতা শামিম হোসেনকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়। পরবর্তীতে এ ধরনের কোন কাজ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নতুন ও উন্নত ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রীর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের জাতীয় ঊন্নআশি তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী...

মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী  উপলক্ষে আয়োজিত আগামীকাল(১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি'র...

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অ/ভিযা/নে ৩২৮ গ্রাম হে/রো/ইন/সহ নারী মা/দক ব্য’বসা’য়ী গ্রে/ফ/তা/র

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) — র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক...

শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক...