প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ১১:৫৬ এ.এম
নবীগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে শিক্ষকদের নিয়ে সেমিনার ওয়ার্কশপ

সারা দেশে এইচপিডি টিকা নিশ্চিত করার লক্ষে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগন দের নিয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওযার্কশপ এর আয়োজন করা হয়।উক্ত সেমিনারে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির সকল ছাত্রীদেরকে টিকা দেওয়ার নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়।
উল্লেখ্য যে এই টিকা মহিলাদের ক্যানসারে প্রতিরোধক হিসাবে কাজ করবে। উক্ত সেমিনারে নবীগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার আঃ সামাদ এর সভাপতিত্তে, আলোচনায় অংশগ্রহন করেন, নবীগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার রাশেদ ,ডাক্তার সৈয়দ তোহা, নবীগঞ্জ জে,কে সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ ছালাম, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালযে প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল আলম, বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান( ভারপ্রাপ্ত) শিক্ষক জসিম উদ্দিন সেলিম, নবীগঞ্জ সদর ম্যাপল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, স্টার ফিউচার ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এবং সাংবাদিক ফরিদ আহমদ শিকদার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ। আগামী ২৪/১০/২০২৪ তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।