
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা শ্রী উদ্ভব সাহেব ঠাকরে র নেতৃত্বের প্রতি আস্থা রেখে শিবসেনায় যোগ দিয়েছেন অজিত পাওয়ার এর এন সি পি নেতা ও সাবেক বিধায়ক শ্রী সাঙ্গোলাদি সামুঙ্গেপাত্তি। তিনি দীর্ঘদিন ধরে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের দল এন সি পি নেতা ছিলেন।
কিন্তু গতবছর শারদ পাওয়ারের দল ভেঙ্গে তার ভাইপো অজিত পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বিজেপি নেতৃত্বধীন সরকারে যোগ দেন এবং মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবং এই বিধায়ক শ্রী সাঙ্গোলাদি সামুঙ্গেপাত্তি তার সঙ্গে ছিলেন। কিন্তু আগামী নভেম্বরে মহারাষ্ট্রের বিধান সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তার আগেই অজিত পাওয়ারের হাত থেকে বেরিয়ে এসে আজ উদ্ভব সাহেব ঠাকরে র নেতৃত্বে শিবসেনায় যোগ দিয়েছেন। এই ওবেসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক শিবসেনায় যোগ দেওয়ার ফলে আগামী নভেম্বরের মাসের ২০, তারিখে যে একদফা য় নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে ভালো প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
কারণ ২৮৮,টি বিধান সভার মধ্যে যে ১৪৬,টি আসন পাবে সেই দল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই রাজ্যের নির্বাচনে একদিকে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট শিবসেনা ও শারদ পাওয়ারের দল এন সি পি ও মহাআঘোড়ী দল রয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতা ধরে রাখতে বিজেপি ও শিবসেনা একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের এন সি পি জোট বেঁধে নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছে।
গত বছর লোকসভার নির্বাচনে ৪৮, টি আসন এর মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট পেয়েছিল ৩০, টি আসন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে র নেতৃত্বে বিজেপি ও এন সি পি অজিত পাওয়ারের দল লড়াই চালিয়ে মাত্র ১৮, টি আসন দখল করে। এই দিক থেকে একটা এগিয়ে মহারাষ্ট্রের ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩,শে নভেম্বর। এই নির্বাচনে কারা জিততে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩,শে নভেম্বর পর্যন্ত।