Wednesday, September 10, 2025

চীনের মতুসো নদীর বাঁধ ভুটান ও বাংলাদশ ও ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

প্রবল বন্যার পানিতে ভারতের পাহাড়ী নদীর জল নিচে নেমে আসার কারণে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বহু জেলা সহ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ। এবার এই নদীর দীর্ঘ মেয়াদী ভাবে চীন তাদের আধুনিক ভাবে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। চীনের তৎসাঙ্গপো নদীর উপর মতুসো নদীর মেঘা ড্রাম করার ফলে প্রকৃতির উপর বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

এবং এই নদীর জল ছেড়ে দিলে ভাসতে পারে ভুটান ও বাংলাদেশ এবং ভারতের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা।এর প্রতিবাদ আগে থেকেই জানিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে।

কিন্তু এই মতুসো নদীর বাঁধ ও মেঘা ড্রাম প্রভাব ফেলেছে ভারতের উপর। এখান থেকে প্রায় ৬০,০০০, হাজার কিউসিক জল ছেড়ে দিলে তা ভারত ও বাংলাদেশের এবং ভুটানের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত সরকারের পক্ষ থেকে আগে থেকেই সিয়াঙ নদীর উপর ১১,০০০, হাজার মেঘাসেটের উপর নির্মাণ করে বাঁধ।যা ভারতের বিভিন্ন যায়গায় জল কে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু চীন পরিকল্পনা ছাড়াই যদি এই মতুয়া মেঘা ড্রাম থেকে জল ছাড়ে তাহলে বিপদে পড়তে পারে ভারত সহ প্রতিবেশী দেশ।

চীনের তৎসাঙ্গপো নদীর উপর নির্মিত ড্রাম থেকে যে জল ছাড়ে তাতে তিব্বত ও ভারতের বহু নদীতে বান ডেকে আনে।ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের চূড়ায় থেকে আগত জল জমা হয় তৎসাগো নদীর তীরে।আর ঔ জল যদি বর্ষা মৌসুমে ছেড়ে দিলে ভাসতে পারে ভুটান ও বাংলাদশের এবং ভারতের বিভিন্ন রাজ্যে।

তবে শুকা মরসুম এ এই জলপ্রপাত থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে সবুজ ফসলের ক্ষেত ভরে উঠবে। কিন্তু চীন ভারত কে ডুবিয়ে ও ভাতে মারার জন্য এই মতুসো নদীর মেগা ড্রাম থেকে জল ছাড়ে দেয়। বর্তমানে ভারতের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যার ফলে চীন ইচ্ছা করে এমন কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বণার্ঢ্য আয়োজনে খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হলাপ্রুসাই মারমা: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর সূচনা করা হয়।পরে বেলা দুপুর ১২ টায় চেঙ্গী স্কয়ার...

শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাউল বিতরণ

মোঃ এমদাদ,  মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদে হত-দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত দুই বছর মেয়াদে...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বড়সড় অ”ভিযান চালিয়ে খোকা ইলিশ ধ’রা পড়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ...

গোদাগাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের অন্তর্গত নোন্দাপুর মহালেন নামক এলাকায়...