Wednesday, October 15, 2025

চীনের মতুসো নদীর বাঁধ ভুটান ও বাংলাদশ ও ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

প্রবল বন্যার পানিতে ভারতের পাহাড়ী নদীর জল নিচে নেমে আসার কারণে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বহু জেলা সহ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ। এবার এই নদীর দীর্ঘ মেয়াদী ভাবে চীন তাদের আধুনিক ভাবে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। চীনের তৎসাঙ্গপো নদীর উপর মতুসো নদীর মেঘা ড্রাম করার ফলে প্রকৃতির উপর বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

এবং এই নদীর জল ছেড়ে দিলে ভাসতে পারে ভুটান ও বাংলাদেশ এবং ভারতের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা।এর প্রতিবাদ আগে থেকেই জানিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে।

কিন্তু এই মতুসো নদীর বাঁধ ও মেঘা ড্রাম প্রভাব ফেলেছে ভারতের উপর। এখান থেকে প্রায় ৬০,০০০, হাজার কিউসিক জল ছেড়ে দিলে তা ভারত ও বাংলাদেশের এবং ভুটানের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত সরকারের পক্ষ থেকে আগে থেকেই সিয়াঙ নদীর উপর ১১,০০০, হাজার মেঘাসেটের উপর নির্মাণ করে বাঁধ।যা ভারতের বিভিন্ন যায়গায় জল কে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু চীন পরিকল্পনা ছাড়াই যদি এই মতুয়া মেঘা ড্রাম থেকে জল ছাড়ে তাহলে বিপদে পড়তে পারে ভারত সহ প্রতিবেশী দেশ।

চীনের তৎসাঙ্গপো নদীর উপর নির্মিত ড্রাম থেকে যে জল ছাড়ে তাতে তিব্বত ও ভারতের বহু নদীতে বান ডেকে আনে।ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের চূড়ায় থেকে আগত জল জমা হয় তৎসাগো নদীর তীরে।আর ঔ জল যদি বর্ষা মৌসুমে ছেড়ে দিলে ভাসতে পারে ভুটান ও বাংলাদশের এবং ভারতের বিভিন্ন রাজ্যে।

তবে শুকা মরসুম এ এই জলপ্রপাত থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে সবুজ ফসলের ক্ষেত ভরে উঠবে। কিন্তু চীন ভারত কে ডুবিয়ে ও ভাতে মারার জন্য এই মতুসো নদীর মেগা ড্রাম থেকে জল ছাড়ে দেয়। বর্তমানে ভারতের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যার ফলে চীন ইচ্ছা করে এমন কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষে শুরু...

কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বুলবুল হোসেন: টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর)...

বগুড়া পৌরসভা বিএনপির উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

রিপন বগুড়া প্রতিনিধি: বুধবার সকালে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত...

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...