
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ দীর্ঘ ছয় বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লা।
তাকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করালেন জম্বু ও কাশ্মীরের রাজ্যপাল শ্রী মনোজ সিং। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কোন কর্মকান্ড বন্ধ ছিল। এবং ভারতের জম্বু ও কাশ্মীরে উপর ২০১৯,সাল থেকে ৩৭০, ধারা জারি করা ছিল।তার ফলে জম্বু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চালু হয়।
এবং এই রাজ্যের বিভিন্ন যায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়। এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন এর সাথে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে গুলির লড়াই করতে হয়েছে। বহু রক্তক্ষরণ ঝরেছে জম্বু ও কাশ্মীরের মাটিতে।
বিষয় ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছিল। আজ তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং গতকাল থেকে জম্বু ও কাশ্মীরের উপর থেকে রাস্ট্রপতি শাসন তুলে নিয়ে হয়। আজ বিকেলে জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লা শপথ নিলেন।
আজ এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বটরা ও এস পি নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও জম্বু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স এর নেতা ফারুক আবদুল্লাহ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকের এই শপথ অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এবং পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা ঘেরাটোপে শপথ নেন ওমর আবদুল্লা। এবার থেকে জম্বু ও কাশ্মীরের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং জম্বু ও কাশ্মীরের সাংবিধানিক অধিকার এর মধ্যে কাজ শুরু করবেন। এবং রাজ্যের বিভিন্ন স্থানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ থাকতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এবার নির্বাচনে ওমর আবদুল্লা নেতৃত্বে তার দল ৯০, টি আসনে র মধ্যে পায় ৪২,আসন এবং সহযোগী দল ভারতের জাতীয় কংগ্রেস পায় ০৬, টি আসন।মোট জোটের মধ্যে পায় ৪৮,টি আসন।
এবং পরবর্তীতে চার জন নির্দল বিধায়ক ওমর আবদুল্লা কে সমর্থন করে। এই রাজ্যের বিজেপি বিধায়ক সংখ্যা ২৯,টি এবং মুফতি মেহবুবা র পিডিএফ পেয়েছে তিন টি আসন। দীর্ঘ ছয় বছর পর জম্বু ও কাশ্মীরের মানুষ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে।