
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গতকাল বিজয় দশমীর দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা এলাকায় একটি অনাথ আশ্রম মুখ ব্যাধিদের শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের ছোট্ট শিশুদের জন্য জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী নিয়ে হাজির হন। এবং তাদের সাথে শুভ বিজয়ার আনন্দে মেতে উঠেন। এবং তাদের সাথে ভোজন করেন এবং তাদেরকে খাবার পরিবেশন করেন।সেই সঙ্গে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এবং তাদের পাশে দাঁড়াতে সবধরনের সহযোগিতা করবে বলে জানান।
মানবিক ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে পথচারী মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের সহযোগিতা করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে।তার প্রেরনায় ও দক্ষতা র কারণে বহু মানুষের উপকার পেয়েছেন। এমন মানবিক পুলিশ অফিসার যদি পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থাকতো তাহলে পশ্চিম বাংলার সম্মান অনেকখানি এগিয়ে যেতে সক্ষম হতো।