
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
রাজশাহী ওয়াসা কর্তৃক অবৈধ ভাবে প্রজাভুক্ত সম্পত্তি দখল ও ভোগদখলীয় সম্পত্তি
থেকে দোকানপাট, বাড়ি-ঘর ও মসজিদ উচ্ছেদ পূর্ণবাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর ২০২৪), সকাল ১০:০০ টায় নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী, এর আয়োজনে ডাইংপাড়া স্বাধীন চতুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: রফিকুল ইসলাম বাবলু, মো: সামনুরীমান মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড: সালাউদ্দীন বিশ্বাস, সভাপতি, নাগরিক স্বার্থসংরক্ষণ কমিটি, এছাড়াও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন ড. মো: ওবায়দুল্লাহ, শিক্ষাবিদ ও সমাজ সেবক, মো: বরজাহান আলী পিন্টু, সাধারণ সম্পাদক নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি, মো: আনোয়ারারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মো: সফিউল্লাহ হায়দার,মো: আলম, সাবেক কাউন্সিলর, শ্রী রজনী কর্মকার, মো: শফিকুল ইসলাম বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আমরা রেজেষ্ট্রি জমিতে বাস করছি। কোন নিয়ম নীতি তোয়াক্কা করেই সীমানা চিহ্নিত করে পিলার বসাচ্ছে। আমরা সুনির্দিষ্ট নীতিমালা দেখতে চাই। আমাদের জমি তারা দখল নিলে আমাদের ক্ষতিপূরণ বা পূর্নবাসনের ব্যাবস্হা করবে কিনা এ বিষয়ে কিচ্ছুই জানতে পারছি না।
সকল কিছু যেন ধুৃ্ম্রজালের মত। আমদেরকে অবহিত ও ক্ষতিপূরণ ছাড়া আমরা আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়াব না।আমাদের নায্য দাবী পূরণ করতে হবে। সাধারণ অসহায় মানুষের জীবন নিয়ে কোন রকম ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না। আমরা এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার চায়। মানুষকে যেন কোনরকম হয়রানির শিকার না হতে হয়।