
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে প্লাস্টিক, পলিথিন পলিপ্রোপাইলিন ব্যাগের ক্ষতিকর প্রভাব এবং এগুলো ব্যবহার বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর (বৃহস্পতিবার)সকাল ১১ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক
শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এ্যাড. ইকবাল হোসেন শিকদার, সঞ্জয় ঘোষ, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু প্রমুখ।
মতবিময় সভায় নড়াইল জেলাকে পলিথিনমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য ও পলিথিনের বিকল্প ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উঠে আসে।