Friday, August 22, 2025

রৌমারী সীমান্তে বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিলো ভারতীয় বিএসএফ,  বিজিবির হাতে আটক ১২

Date:

Share post:

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:

রৌমারী সীমান্তে বাংলাদেশি ১২ জন নাগরিককে ছেড়ে দিয়েছে ভারতীয় বিএসএফ। এসময় টহলরত বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

 

ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর (মঙ্গলাবার) দিনগত ভোররাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরপুর গ্রামের আশরাফুল আলম (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার মোফাজ্জল হোসেন (২৯), ফুলপুর উপজেলার নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), হযরত আলী (৩৬), মফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার অলি উল্লাহ (২৫),ভালুকা উপজেলার অবায়দী হাসান (২২) সিদ্ধিরগঞ্জ আরিফ হোসেন (৩২), জামালপুর সদর উপজেলার মানিক মিয়া (২৯) পাচডোনা উপজেলার মিজানুর রহমান (২৩) ও সুন্দরগঞ্জ উপজেলার মনির হোসেন (৩৮)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের তামিলনাড়– প্রদেশে যায় এবং বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে ওই প্রদেশের স্থানীয় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের কারনে বাংলাদেশি ১২ জন নাগরিককে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। তারা সাজাভোগ করার পর ১ অক্টোবর দিনগত ভোররাতে ১০৫৮ নং মেইন পিলারের গেট দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ফেরত পাঠায়। ভারত থেকে ফেরত আসা ১২ জন নাগরিক সীমান্তের চর বোয়ালমারী গ্রামের বুদ্দু মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা গয়টাপাড়া বিজিবি’র কাছে খবর দিলে তারা ঘটনাস্থলে যায় এবং ওই ১২ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

আটক আশরাফুল ইসলাম বলেন, কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যাই। সেখানে কাজ করা অবস্থায় ভারতের পুলিশ আমাদেরকে আটক করে কুকুরমারা বিএসফ ক্যাম্পে জমা দেন।

 

বিএসএফরা গভীর রাতে বাংলাদেশে ফেরত পাঠানোর সময় আমাদের উপর অমানবিক নির্যাতন করে এবং আমাদের সাথে থাকা মানিব্যাগ কেড়ে নেয়।
গয়টাপাড়া বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইসমাইল হোসেন বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ১২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখি এবং তাদেরকে আটক করি। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পাই তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এঘটনার পর সীমান্তে আরো টহলজোরদার করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ বলেন, বিজিবি কর্তৃক সীমান্তে ১২ জন যুবক আটকের বিষয়ে বিজিবি আমাদের এখনো জানায়নি’ তবে আমরা আটকের বিষয়ে শুনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে স্ব”র্ণের বার”সহ পা”চারকা”রী আ”টক

যশোরে স্ব"র্ণের বার"সহ পা"চারকা"রী আ"টক সোহেল রানাঃ যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক...

রামনগর ইউনিয়ন পরিষদের জেলা প্র”শাসকের প্রতিনিধি দলে প’রিদর্শন

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস যশোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ঘটনাস্থান...

আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান, বিকাশ নাম্বর ০১৯৮২৪৬০৭৬২ নগদঃ ০১৭৮৯৫৫৭০০৪

নিউজ ডেক্স: আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান মোঃ আব্দুল হান্নান (২৭), পিতা মোঃ দেলোয়ার, গ্রাম+ডাকঃ হেলাঞ্চী, মনিরামপুর,যশোর থাকেন...

অভয়নগরে প্র”তিব”ন্ধী ভ্যানচালক লিমন হ/ত্যার মূল র”হস্য উ”দঘা”টন, গ্রে”ফ’তা”র ৪

অফিস ডেস্ক: যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামীসহ...