
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
গোদাগাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডে হিমেল হার্ডওয়্যার ও তেলের মিলে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর একটি দল। রবিবার (২৯ আগষ্ট -২০২৪) দুপুরে
সুলতানগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে লেবেলবিহীন পণ্য ও তেলে ভেজাল মেশানোর দায়ে হিমেল হার্ডওয়্যারকে ছয় হাজার ও তেল মিলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধ পন্থায় উৎপাদিত ভেজাল পণ্যসমূহ ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী , সহযোগীতায় প্রসিকিউটর হিসাবে ছিলেন সেমাজুল হক, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, গোদাগাড়ী পৌরসভা, রাজশাহী এবং রাজশাহী জেলা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য।
গোদাগাড়ী পৌরসভার ইন্সপেক্টর সেমাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি নিউজ বিডি জার্নালিষ্ট ২৪.কম কে জানান যে রাজশাহী থেকে ভোক্তা অধিকারের দল একটি অভিযানে এসে হিমেল হার্ডওয়্যারে যান সেখানে তল্লাশি চালিয় লেবেলবিহীন কিছু পণ্য পায়। এরপর পার্শ্ববর্তী একটি তেলের মিলে যায় সেখানে নানা অনিয়ম করে তেলে ভেজাল মেশাতে দেখা যায়। তাদেরকে প্রাথমিকভাবে সর্তক করে। তারা পরবর্তীতে আর এরকম ভেজাল মেশাবে না বলে স্বীকারোক্তি দেয়।