Tuesday, September 9, 2025

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ১২ মেট্রিক টন ইলিশ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
অন্যান্য বছরের মতো এবারও আসন্ন দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১২ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে জানিয়েছে মন্ত্রণালয়। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য ইলিশ রপ্তানি হচ্ছে। কাস্টমস সুত্রে জানা গেছে, ইলিশের রফতানি কারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করনে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিষ্টিক।
কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ২ হাজার ৪২০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দেয়। এতে বৃহস্পতিবার থেকে ইলিশ রপ্তানি শুরু হয়। বেনাপোল স্থল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৪৯ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি প্রদান করেন। সেই প্রেক্ষিতে আজ বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে চারটি প্রতিষ্ঠান ১২ মেট্রিক টন ইলিশ মাছ ভারতের রপ্তানি করার জন্য আমরা অনুমতি প্রদান করেছি।
এছাড়া বন্দর সংশিষ্টরা জানান, ২০১২ সালে ইলিশ রফতানি বন্ধ হয়েছিল। পরে আবারও রপ্তানি শুরু হয়। তবে বিষেশ বিবেচনায় কেবল দুর্গা পুজাতে ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার ৯০০ মেট্রিন টনের। এবছর অনুমতি হয় ২ হাজার ৪শ ২০ মেট্রিক টনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বণার্ঢ্য আয়োজনে খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হলাপ্রুসাই মারমা: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর সূচনা করা হয়।পরে বেলা দুপুর ১২ টায় চেঙ্গী স্কয়ার...

শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাউল বিতরণ

মোঃ এমদাদ,  মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদে হত-দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত দুই বছর মেয়াদে...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বড়সড় অ”ভিযান চালিয়ে খোকা ইলিশ ধ’রা পড়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ...

গোদাগাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের অন্তর্গত নোন্দাপুর মহালেন নামক এলাকায়...