Tuesday, September 9, 2025

পাইকগাছায় পার রামনাথপুরে দেড় শতাধিক মানুষ পানি বন্দি নেই ত্রান ও সাহায্য

Date:

Share post:

পাইকগাছা খুলনা প্রতিনিধি:
পাইকগাছায় একটি গ্রামে দেড় শতাধিক  মানুষ গবাদি পশু নিয়ে দশদিন যাবত পানি বন্দি রয়েছে। নেই কোন ত্রান  সাহায্য উল্টো স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি লক্ষে জনৈক সোহাগ ও কামরুল বাঁধ দিয়ে রেখেছে। এ ব্যাপারে স্থানীয় জনগণ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ‌।
জানা যায়, পাইকগাছা উপজেলার রামনাথপুর মৌজায় পার রামনাথপুর গ্রাম। এ গ্রামটিতে দেড় শতাধিক ভুমিহীন মানুষ সরকারের নিকট থেকে খাস বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন বসবাস করছে। এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ।
গত ১০ দিন বৃষ্টিতে তলিয়ে আছে। নেই সেখানে ত্রান,বা কোন প্রকার সাহায্য। মানুষ পানি বন্দি অবস্থায় না খেয়ে দিনাতিপাত করছে। তাদের কেউ খোঁজ রাখে না। কারন তারা ভূমিহীন । আর এ জলাবদ্ধতার জন্য দায়ী করছে পার্শ্ববর্তী দরগাহমহল গ্রামের মৃত জামাল হোসেন খন্দকারের ছেলে সোহাগ ও কামরুলকে।তারা তাদের জমি দাবি করে বাঁধ দেয়ার ফলে এ জলাবদ্ধতা সৃষ্টি।
যে কারণে দু শতাধিক জমিতে লাগানো আমন ধান নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে স্হানীয়রা পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করলে কোন সূরহা হয়নি।
এখন এ সব ভূমিহীন রা মানবতার জীবন যাপন করছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। গ্রামের সিরাজুল ইসলাম, তপন বিশ্বাস, সঞ্জয় দাশ, মজিদ মোড়ল, সুকুমার,শেখর, মঙ্গল গাইন, রোকেয়া বেগম,চপলা বিশ্বাস সহ শতাধিক ভুক্তভোগী রা অভিযোগ করে বলেন আমরা ভূমিহীন তাই দরগাহ মহল গ্রামের সোহাগ ও কামরুল নদীর জমি তাদের দাবি করে বাঁধ দেয়ার ফলে আমরা আজ জলাবদ্ধতার স্বীকার।
যে কারণে দু শতাধিক বিঘা জমির আমন ধান নষ্ট। গবাদিপশু আজ না খেয়ে মৃত্যুর মুখে। আমরা শুকনো খাবার খেয়ে বেঁচে আছি। আমরা কোন ত্রান ও সাহায্য পাইনি। আমরা প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত সোহাগ ও কামরুল এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

গোদাগাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের অন্তর্গত নোন্দাপুর মহালেন নামক এলাকায়...

নড়াইলে ৫২৪ মণ্ডপে দুর্গাপূজার মু’র্তি  তৈরিতে ব্যস্ত শিল্পিরা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মুর্তি তৈরিতে ব্যস্ত সময়...

রামগড়ে সুবিধা ব’ঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত  শিশুদের শিক্ষা উপকরণ ও দরিদ্র অভিভাবকদের আয়...

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পু”নর্বহালের দা”বিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে

আশিক, বাগেরহাট(মোংলা) প্রতিনিধি:  হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেয়।...