Thursday, August 21, 2025

রৌমারীতে বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে একটি পরিবার

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

চুরির ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত ভাবে বাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবীতে
দ্বারে দ্বারে ঘুরছে একটি পরিবার। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামের। পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে, ৬ আগস্ট ভোররাতে দুর্বৃত্তরা
কৌশলে শয়ন ঘরে প্রবেশ করিয়া পরিবারের সকলকে অচেতন করিয়া স্বর্ণলঙ্কার ও জমিজমার গুরত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

বাড়িতে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সামছুল হকের সাথে পাশ্ববর্তী সনতেশ আলীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে
আসছিল। ঘটনার দিন ১২ আগস্ট দুপুরের দিকে সামছুল হক এর বাড়িতে চুরির বিষয়টি
নিয়ে পারিবারিক আলোচনা করছিলেন। এসময় পাশ্ববর্তী সনতেশ আলী উদ্দেশ্য
প্রণোদিত ভাবে হাতে লাঠিসোঠা ও দেশিয় ধারালো অস্ত্র নিয়ে দলবেধে সামছুল হকের
বাড়িতে অতর্কিত ভাবে হামলা করে এবং একটি ঘরের আসবাবপত্র তছনছ করে তারা।

এসময় আত্মরক্ষার জন্য বাড়ির লোকজন অন্য একটি ঘরের ভীতর ঢুকে দরজা আটকে দেয়। এরপরেও ক্ষান্ত হয়নি সনতেশের লাঠিয়াল বাহিনী। ওই লাঠিয়াল বাহিনীর হাতে থাকা
লাঠিসোঠা দিয়ে দরজা, গ্রিলের জানাল ও টিনের বেড়া ভেঙ্গে ফেলে। পরে সামছুল হকের
পরিবারের লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও হামলাকারিরা ওই পরিবারটিকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এনিয়ে ভুক্তভোগী পরিবারটি বিচারের দাবীতে স্থানীয় মাতাব্বর ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার না পেয়ে অবশেষে সামছুল হক বাদী
হয়ে ১ সেপ্টেম্বর রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে থানার পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল তদন্ত করেন। এবিষয়ে স্থানীয় মাতাব্বর ও জনপ্রতিনিধিরা মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা মোকছেদ আলী জানান, বাড়ির লোকজনের হাল্লাচিল্লা শোনে এসে দেখি পাশের বাড়ির সনতেশ আলী ও তার লোকজন সামছুলের বাড়িতে হামলা করছে। বাড়ির লোকজনকে মারপিটের জন্য চেষ্টা করছে। পরে আমরা কিছু লোকজনের সহযোগিতায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

আব্দুর রশিদ বলেন, লোকজনের আত্মচিৎকার শোনে এগিয়ে আসি এবং পাশের বাড়ির সনতেশ আলী ও তার লোকজন সামছুলের বাড়িতে হামলা করছে। পরে তাদেরকে থামিয়ে সরিয়ে দেই। অভিযুক্ত সনতেশ আলী বাড়িতে হামলার কথা শিকার করে বলেন, তাদের বাড়িতে যাওয়া
আমাদের ঠিক হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, আমি উভয় পক্ষকে শালিসের মাধ্যমে
মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু একটি পক্ষ রাজি না হওয়ায় মিমাংসা করা সম্ভব হয়নি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ গোলাম মতুর্জা অভিযোগ পাওয়ার কথা শ্বীকার করে বলেন, ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং সত্যতা পেলে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের নাকোল ইউনিয়ন বিএনপি’র ভোটগ্রহণে নেতা নির্বাচিত

মোঃ এমদাদ মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল নির্বাচন অত্যন্ত আনন্দঘন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত...

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উদ্যোগে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে । তাদের রয়েছে নিজস্ব...

মণিরামপুর ভূমি স”হকারীর কার্যালয় ‎৯ টার অফিস কয়টায় হয় স্ব’ক্রিয় দা”লাল চ’ক্র 

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে যোগদান সংক্রান্ত বিষয়ে ঘোষিত গেজেট মোতাবেক প্রত্যেক  দপ্তরের প্রধান থেকে...

সিরাজগঞ্জ সলঙ্গায় থানা  ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মা”দক ব্য’বসায়ী গ্রে”ফতার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ এর র‌্যাব-১২,দিকনির্দেশনায় অদ্য ২০ আগস্ট রোজ মঙ্গলবার  ২০২৫  র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস...