প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৪, ৬:৫৭ পি.এম
হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

তুহিনুর রহমান তালুকদার (হবিগঞ্জ) স্টাফ রির্পোটার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট রোজ বুধবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় বুল্লা বাজারে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতি (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালের শান্তি ও পরকালের মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলার শাখার সভাপতি মোঃ কাজল মিয়ার সভাপতিত্বে ও জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের লাখাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদের পরিচালনায় এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামছুল হুদা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হাদিস মিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি মোঃ পারভেজ হাসান সহ বিভিন্ন পর্যায়ের ইসলামী আন্দোলনের নের্তৃবৃন্দ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।