প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৪, ৯:৩১ এ.এম
নড়াইলে দূর্রৃত্তের হামলায় যুবককে কুপিয়ে জখম

নড়াইল সদর পৌরসভার ভওয়াখালী গ্রামে আকাশ বিশ্বাস (১৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।
২২ আগস্ট সন্ধ্যার আগে শহরের ভাদুলী ভাঙ্গার বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আকাশ বিশ্বাস পৌরসভার ভওয়াখালি এলাকার ফসিয়ার বিশ্বাসের ছেলে।
জানাগেছে,বিকাল সাড়ে ৫ টায় অর্থাৎ সন্ধ্যার আগে শহরের বউ বাজার এলাকায় একটি নার্সারিতে অবস্থান করছিলেন আকাশ নামের ওই যুবক। এসময় হঠাৎ করে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা এসে তাকে কুপিয়ে ও পিটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কি কারণে তাকে মারা হয়েছে এখনো জানা যায়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।