প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৪, ৯:১২ পি.এম
কুয়াদাস্থ বিষপানে আত্মহত্যার ঘটনায় মণিরামপুর থানায় ৫ জনকে আসামী করে মামলা

যশোর মণিরামপুর উপজেলা কুয়াদাস্ত বলিয়ানপুর আব্দুস সাত্তার (৬০) বিষপানের আত্মহত্যার ঘটনায় মণিরামপুর থানায় ৫ জনকে আসামী ও অজ্ঞাতসহ করে একটি মামলা হয়েছে। ঘটনাটি ১৩/০৭/২০২৪ ইং তারিখ রবিবার সকাল ৯ টার সময় আব্দুস সাত্তার সুদে কারবারী সিরাজসিংঙ্গা গ্রামের মৃত আবু বক্কর গাজীর ছেলে নাজমুল ইসলাম, তাজমুল ইসলাম, আব্দুল মালেক , রবিউল ইসলাম বাজুয়াডাঙ্গা, বাহিরমল্লিক গ্রামের আকরাম হোসেন। উল্লেখ্য আব্দুস সাত্তার আসামী সুদের টাকার কিস্তি দিতে না পারায় তাদের অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে তিনি বিষপানে আত্মহত্যার ঘটনা মণিরামপুর থানায় করেন ভুক্তভোগী পরিবার।
এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে আসামীরা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ দিতে দেখা যায়। এদিকে আসামীরা এই আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দিতে তারা মোটা অংকের টাকা দিয়ে কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই ঘটনার বিষয় মনিরামপুর থানা এস আই মলয় কুমার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কুয়াদাস্থ বলিয়ানপুর গ্রামের আব্দুস সাত্তারের বিষপানে আত্মহত্যার ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমি আসামীদের খুব দ্রুত আটকের চেষ্টা চলছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।