Saturday, December 6, 2025

বসুন্দিয়ায় ভুমি দস্যুদের হামলায় আহত -৬

Date:

Share post:

রমজান আলী, বসুন্দিয়া (যশোর) :

বসুন্দিয়ায় ভুমি দস্যুদের হামলায় আহত -৬ বসতবাড়ী ভাংচুর, অর্থ-স্বর্ণালংকার লুট আতংকে ভুক্ত ভোগীরা।

যশোর সদর থানার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েত নগর গ্রামে জমি সংক্রান্ত জেরে ভূমিদস্যুদের হামলায় আহত-৬,বসতবাড়ি ভাংচুর,নগদ অর্থ-স্বর্ণালংকার লুট আতংকে ভুক্তভোগীরা।ঘটনা স্থলে গিয়ে জানা যায় ২৬/০৭/২০২৪ ইং- তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় মৃত মহাজন বিশ্বাসের ছেলে হাফেজ মোঃ কওসার আলী ও মৃত শাহাদাৎ বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব ভূমিদস্যুদ্বয়ের নেতৃত্বে ১. মোঃ সাব্বির হোসেন(২৫) ২.মোঃ ফরিদ হোসেন(৪২) ৩.মোঃ মুস্তাক আহম্মেদ(৪৫) ৪.মোঃ জুনায়েদ (৩৮) সব পিতা: হাফেজ মোঃ কওসার আলী,৫. মো: মুসা(৩৫),পিতা: মো: আব্দুল ওহাব, ৬. মোঃবোরহান(২০) পিতা: মোঃ আব্দুর রশিদ,৭. মোঃরানা পিতা: মোঃ শাইদুল ইসলাম সহ অঙ্গাতনামা ৫/৬ জন ২৬/০৭/২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় বিল্লালের বাড়ীতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর,এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে।

মারপিটের সময় হামলাকারীরা ১.মোঃ মীর আলী পিতাঃ মৃত হানেফ বিশ্বাস কে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় স্বজোরে আঘাত করিলে মীর আলী বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের হাড় ভেংগে জখম হয় ও ২.মোঃবিল্লাল হোসেন পিতাঃ মৃত ঈমান আলী কে সহ ৬/৭ জনের শরীরের বিভিন্ন স্থানে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া জখম করে।ঘাতকরা আঘাত করার পর ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ও বাক্স ভেংগে ভিতরে থাকা রক্ষিত ব্যাবসার নগদ ১,৭৫,০০০/-( এক লাখ পঁচাত্তর হাজার টাকা) ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের কানের দুল যার বাজার মূল্য ১০০০০০/- ( এক লাখ টাকা) নিয়ে নেয়।ঘটনার সময়ে আশেপাশের অনেক লোকজন আগাইয়া আসিলে ঘাতক রা খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।মুঠোফোনের খবর পেয়ে কিছুক্ষণ পর বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ এ এস আই আব্দুল আলিম ও কনস্টেবল পারভেজ ঘটনা স্থলে এসে পর্যবেক্ষণ করেন এবং মীর আলী ও বিল্লাল হোসেন কে গুরুতর আহত দেখে দ্রুত চিকিৎসা সেবা নেওয়ার জন্যে হাসপাতালে যাওয়ার কথা বলেন।হাসপাতালে ডাক্তার হাতের এক্সরে করতে বলে।এক্সরে করার পর হাসপাতালের ডাক্তার রিপোর্ট দেখে জানায় মীর হাতের হাড় ভেংগে গেছে। ঘটনাস্থলে গত ৭ বছর পূর্বের মামলা সুত্রে আরো জানা যায় যে,২০/০১/২০১৭ ইং- তারিখে ঘাতকরা বসতবাড়ি ভাংচুর করা,এলোপাতাড়ি মারপিট করা সহ,অর্থ-স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।তাহাদের নামে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা নং-১৩৩/৪৭৪, তারিখ- ২৩/০৩/২০১৭ খ্রীঃ ধারা -১৪৩/৪২৭/৩৮০/৩৫৪/৩২৩/৩২৬/৪৪৭/৫০৬ পেনাল কোড মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ৩ য় আদালতে বিচারাধীন রয়েছে।উক্ত মামলার সাক্ষী না বা আদালতে হাজির না হওয়ার জন্যে বিবাদীরা প্রতিনিয়ত ভুক্তভোগীদের সাথে বিরোধ সৃষ্টি সহ বসতবাড়ি উচ্ছেদ,ভাংচুর করাসহ ও খুন জখমের হুমকি দিয়ে আসতেছিলো।

একপর্যায়ে বিল্লাল হোসেন নিরুপায় হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২৫/০৭/২০২৪ তারিখে যশোর কোতয়ালী মডেল থানায় একটা জি ডি দায়ের করে।যার জি ডি নং-১৫০০,উক্ত জিডি করার পর বিবাদীরা আরো বেপরোয়া হইয়া হাতে দেশীয় অস্ত্র ধারালো দা,লোহার রড,বাশের লাঠি ইত্যাদি সহকারে ২৬/০৭/২০২৪ ইং- তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় যশোর সদর বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েত নগর গ্রামস্হ ভুক্তভোগী দের পৈত্রিকসুত্রে প্রাপ্ত জমির বসতবাড়ির মধ্যে বেআইনী জনতা বদ্ধে অনাধিকারভাবে প্রবেশ করে।বিবাদীরা প্রবেশ করার পর বসতবাড়ি ভাংচুরসহ ,হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে ৬/৭ জনকে জখম করে এবং ঘরের ভেতর প্রবেশ করে আলামারি,বাক্স ভেংগে নগদ অর্থ-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে  ভুক্তভোগী ঘটনার বিষয়ে এলাকার লোকজনদের কে জানাইয়া বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করিয়া মোঃ বিল্লাল হোসেন বাদী যশোর কোতয়ালী মডেল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলওয়ে জেলার বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নাভারণ এলাকায় রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে তৌহিদুল ইসলাম...

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দী’র্ঘায়ু কা’মনায় মনিরামপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর, যশোর, ৪ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়...

যশোর-৫ এ বিএনপির প্রার্থী এডভোকেট শহীদ ইকবাল ঘোষিত

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয়...

রামনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র  সুস্থতা ও দী’র্ঘয়ু কা’মনায়  দোয়া – মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ  সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রামনগর...