
হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
মিথ্যা সংবাদে প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সন্মেলন করেছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যন আলী হোসেন অপু।
শনিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে সম্মেলনের আয়োজন করা হয়। চেয়ারম্যান অপু লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি স্থানীয় ”দৈনিক নবচিত্র” পত্রিকায় আমাকে জড়িয়ে অন্যোর জমি জোর করে দখল চেষ্টার মিথ্যা সংবাদ প্রচার করে। এছাড়াও আমার ছেলে ও ম্যানেজার খলিলের মাঠের আখ মিলে বেচঁতে দেয়নি বলেও পত্রিকাটি আরো একটি খবর প্রকাশ করে। চেয়ারম্যান বলেন, বিগত দশ বছরের মধ্যে অভিযোগকৃত ওই জমিতে কোনদিন আমি আখ রোপন করা হয়নি। আপনারা সরেজমিনে খোঁজ নিলেই সত্যতা জানতে পারবেন। আর জমি দখল চেষ্টার খবরটিতো একেবারেই ভুয়া।
সরকারী খাস খতিয়ানভুক্ত ওই জমির দখল ও মালিকানা নিয়ে এলাকায় আপন দুই ভায়ের মধ্যে দির্ঘদিন বিরোধ চলছে। যা নিয়ে তার ইউনিয়ন পরিষদেও একাধিকবার শালিস বৈঠক হয়েছে। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়াই। যে মামলা বর্তমানে চলমান আছে। ওই জমিতে আমার বা আমার ছেলে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই আমাকে জড়িয়ে পত্রিকায় মনগড়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। প্রকাশিত ওই সংবাদে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি। এতে আমার সম্মানহানী করা হয়েছে। যা কোটি টাকা দিলেও পূরন হবার নয়।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে চেয়ারম্যান অপু আরো বলেন, তিনি পরপর দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। মেম্বর সদস্যদের সাথে নিয়েই প্রতিনিয়ত ইউনিয়ন বাসির অভাব অভিযোগের বিষয়গুলি সমাধান করার চেষ্টা করি। এতে সকলের মন রক্ষা করা সম্ভব হয়না। বর্তমান সময়ে কিছু হলুদ সাংবাদিকের কারনে আপনাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে, তেমনি আমাদের মত জনপ্রতিনিধিদেরও সম্মান নষ্ট হচ্ছে। তাই ওই পত্রিকাটির অবাস্তব মিথ্যা খবরে আমার সম্মানহানীর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সতত্যা বের করে প্রকৃত ঘটনাটির পত্রিকার পাতায় তুলে ধরবেন বলে আশা রাখি।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের মেম্বর আলমগীর খান, আকলিমা বেগম, আবু তাহের, ইকবাল হোসেন, আব্দুল গনি, আকিদুল ইসলাম ও হযরত আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।