Tuesday, October 14, 2025

কেশবপুর পশুহাটের গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করলেন মেয়র রফিকুল ইসলাম!

Date:

Share post:

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম এর বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি পশুহাটের লাখ লাখ টাকার শিশুগাছ কর্তনের অভিযোগ উঠেছে। ওই হাট থেকে ইতোমধ্যে কাঠ ব্যবসায়ী ৫টি গাছ কর্তন করে নিয়ে গেছে। খবর পেয়ে মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার কর্তনকৃত গাছ জব্দ করেছে।
জানা গেছে, কেশবপুর সরকারি পশুহাটের বড় বড় শিশুগাছ গুলো এক বছর আগে মারা যায়। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে ব্যবসায়ীরা জানান। পশুহাটে মরা গাছের ডাল পড়ে প্রায় সময় ব্যবসায়ীসহ হাটে আগতরা আহত হয়। এ সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার মরা শিশুগাছের মূল্য নির্ধারণসহ টেন্ডারের জন্য উপজেলা বন বিভাগকে নির্দেশ দেয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বন বিভাগের পক্ষে পশুহাটের মরা গাছের মূল্য নির্ধারণসহ টেন্ডারের জন্যে মাপযোগ করতে যায়। এ সময় এক ব্যবসায়ীকে গাছ কর্তন করতে দেখে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কেশবপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম গাছ কর্তন বন্ধসহ কর্তনকৃত গাছ জব্দ করেন।
পশুহাটের গরু ব্যবসায়ী শাহিনুর রহমান জানায়, গত এক সপ্তাহ ধরে ওই হাটের গাছ কর্তন চলছে। সোমবার হাটের দিন মরা গাছের ডাল ভেঙে এক হাটুরে আহত হয়েছিল। যে কারণে গাছ কর্তন জরুরি হয়ে পড়েছে। শুনেছি ভোগতী এলাকার শাহীন ব্যাপারি মেয়রের কাছ থেকে গাছ কিনে কর্তন করছে। গাছের এক লাখ টাকাও পরিশোধ হয়ে গেছে।
কেশবপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কেশবপুর পৌরসভাধীন পশুহাট সরকারি সম্পত্তি যা পৌরসভা ইজারা দিতে পারে কিন্তু গাছ কাটার কোনো ক্ষমতা পৌরসভার নেই। পশুহাটে ১৭টি গাছ আছে। এরমধ্যে তিনটি গাছ কেটে গর্ত ভরাট করে সমান করা হয়েছে। এক সপ্তাহ আগে আরও দুটি গাছ কেটে নিয়ে গেছে কাঠ ব্যবসায়ী। উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশে কর্তনকৃত কাঠ জব্দ করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান বলেন, ১৬ জুলাই পশুহাটের মরা গাছের মূল্য নির্ধারণসহ টেন্ডারের জন্যে পশুহাটে যাই। সেখানে দেখতে পাই এক কাঠ ব্যবসায়ী তার শ্রমিক দিয়ে গাছ কাটছে। এ ঘটনা মুঠোফোনে ইউএনও স্যারকে জানানো হয়।
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভার মাসিক সভায় পশুহাটের মরা গাছ অপসারণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গাছ কর্তন চলছিল।
ইউএনও কেনো গাছকাটা বন্ধ করলো তা তিনিই ভালো বলতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন বলেন, সরকারি গাছ কর্তনের খবর পেয়ে কাঠ জব্দ করা হয়েছে। টেন্ডার ছাড়াই যারা গাছ কেটে বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...