
মোঃ বুলবুল হোসেনঃ
সবুজ পৃথিবী কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয় চারান বাজার মসজিদ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খান,
সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান (আরিফ), সহ-সভাপতি হাসমত আলী,মসজিদের ইমাম সাহেব মোঃ আবু সাঈদ মিয়া,
সবখারা মসজিদ কমিটির সদস্য মোঃ জাহিদ খান, মোঃ আব্দুল হালিম।
সবুজ পৃথিবী কালিহাতী উপজেলা শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন,সবুজ পৃথিবীর সহ-সভাপতি, আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ সাইদুর রহমান, আরো উপস্থিত ছিলেন সবুজ পৃথিবী কালিহাতী শাখার অন্যতম সদস্য ডাঃ উজ্জ্বল সিকদার,
সবুজ পৃথিবী কালিহাতী উপজেলা শাখার সভাপতি বলেন,বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন।
তবে গাছপালা লাগানো নয়, গাছ কাটার দিকেই আমাদের ভ্রুক্ষেপ বেশি লক্ষ্য করা যায়। তাই গাছ লাগানোর উদ্যোগ ব্যবস্থাকেই বলা হয় বৃক্ষরোপণ। ভবিষ্যতের জন্য কর্মসূচি নিয়মিত পালন করবো। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান (আরিফ), কালিহাতী উপজেলা শাখা কে ধন্যবাদ দেন। গাছের চারা পেয়ে আনন্দিত।