Sunday, July 27, 2025

যশোর প্রেসক্লাবের ১৫ পদের বিপরীতে ২৬ জনের মনোনয়ন দাখিল

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ১৫ পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।
আজ রোববার (১৪ ই জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

১৫ পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু ।এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সহসভাপতির দুটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, শেখ দিনু আহমেদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান , সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও এইচ আর তুহিন মনোনয়নপত্র জমা দেন।যুগ্ম সম্পাদকের ২টি পদে ২ জন হলেন এসএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। আর কেনো প্রার্থী মনোনয়নপত্র জমানা দেওয়ায় তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ও তহীদ মনি ।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম।

এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, শহিদ জয়, শিকদার খালিদ, সাইফুর রহমান সাইফ, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ, হাবিবুর রহমান মিলন ও নুরু ইসলাম।

উল্লেখ্য প্রেসক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে
১৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্রের উপর আপত্তি শুনানি ও নিষ্পত্তিকরণ ১৭ জুলাই, বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ জুলাই।প্রার্থীতা প্রত্যাহার ১৯ জুলাই (দুপুর ২ টা পর্যন্ত) এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ জুলাই এবং আগামী ২৭ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোস্তফা জামাল

অনলাইন ডেস্কঃ চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে...

ভোজগাতিতে একই পরিবারের তিনজন গু’রুতর আ”হত নারীকে শ্লী’লতাহা’নির অ’ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগে র’ক্তদান কর্মসূচি মগরাহাট থানাতে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি পালন...

যশোরে রামনগর ইউনিয়ন পরিষদে স্ব’ল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যের কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যসামগ্রী...