
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরের নাকোল বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
এসআই নিরস্ত্র দেবদ্রুত সরদার জানান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাকোল পুলিশ ক্যাম্প এলাকায়, ৩ জুলাই রাত ৪: ২৫ মিনিটের সময় অভিযান চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে নাকোল বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় দশ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে-এবং একজন পলাতক রয়েছে ।
আটকৃতরা হলেন ১.পলাশ খন্দকার (২৩) পিতাঃ ফরিদ খন্দকার, সাং-জয়দেবপুর, থানাঃ আলফাডাঙ্গা, জেলাঃ ফরিদপুর, ২.পাভেল (৩৩) পিতাঃ ফয়জুর রহমান, সাং-ঘাসিয়ারা, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা এবং পলাতক মোঃ মোশারফ মল্লিক (৪৫), পিতাঃ মৃত ইবাদত হোসেন, সাং-ঘাসিয়ারা, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা ।
আসামিদের মাদকদ্রব্য আইনে মামলার নং ৪, ৩৬ ( ১) সারণিক ১৯ এর (খ ) ধারায় শ্রীপুর থানায় মামলা হয়েছে ।