প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ৯:০৬ পি.এম
ডুমুরিয়ায় ইউপি সদস্যকে মারপিট করে ভিজিএফ-এর কার্ড সহ টাকা ও চেন কেড়ে নেওয়ার অভিযোগ

খুলনার ডুমুরিয়ায় এক বকাটে যুবক কর্তৃক সাহস ইউপি'র এক সদস্যকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ জুন সন্ধ্যায় পরিষদের থেকে বাড়ি ফেরার পথে তাকে মারপিট করে ঈদুল আজহার ভিজিএফ-এর কার্ড সহ নগদ অর্থ সোনার চেন কেড়ে নেওয়া হয়েছে। এঘটনায় তিনি ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ডুমুরিয়া উপজেলার ৯নং সাহস ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চাড়াবান্দা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে বিবেকানন্দ বিশ্বাস থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই ইউনিয়নের সাহস কুমারঘাটা গ্রামের আসাদুল খান,ইনামুল শেখ ও আব্দুল্লাহ সরদারের সাথে তার বিভিন্ন বিষয়াদি নিযে পূর্ব হতে বিরোধ চলে আসছে।
তারই জের ধরে গত ১১জুন রাতে তিনি ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ওঠামাত্রই পূর্ব হতে ওত পেতে থেকে তার উপর অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার কাছে থাকা নগদ টাকা, গলার স্বর্ণের চেইন ও ১৬৩ টি ভিজিএফ -এর কার্ড ছিনিয়ে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
এঘটনায় ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মাহাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি দুঃখ জনক থানা নিজে উপস্থিত থেকে অভিযোগ দিয়েছি। এঘটনায় আসাদুল খানের সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।