
ইমরান হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে গত ০৯ মে রাতে দুর্ধষ্য চুরির ঘটনায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে মোঃ আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যা (২৫), পিতা— বাবুল মোল্যা, স্থায়ী ঠিকানা : সাং— হাজিগ্রাম, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা বর্তমান ঠিকানা—তোলা নুরপুর, এবং উপ—শহর ডিব্লকে জনৈক মাহবুবুল আলম খান এর বাসার ভাড়াটিয়া, থানা—কোতয়ালী, জেলা—যশোর আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম গত ০৮ জুন শনিবার বিকালে যশোর কোতয়ালী থানার উপ—শহর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের একজন কে ১টি সীতাহার ও রুপার অলংকারসহ গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে কেশবপুর কালি মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করে।
আসামীর পিসি/পিআর যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা আন্তঃজেলা গৃহ/দোকান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা, থানা এলাকায় দোকান, বাড়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি সংঘাত করে থাকে। তারই ধারাবাহিকতায় ০৬ সদস্যের একটি চোর চক্র কেশবপুর বাজারে সার্বজনীন কালি মন্দিরে চুরি সংঘটন করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে বলে জানাই। অন্যান্যদের গ্রেফতারসহ অবশিষ্ট আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক—নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।