Tuesday, November 4, 2025

উত্তরে ধাক্কা বাংলায় মমতা ম্যাজিক হোঁচট খেয়ে ক্ষমতা দখল করতে চলেছে মোদী

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আসন্ন লোকসভা নির্বাচনে যে ফলাফল প্রকাশ করা হয়েছে বা এগিয়ে যাচ্ছে তাতে করে বিজেপি ম্যাজিক ফিগারের কাছাকাছি।

 

সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি তাদের শরিক দল এন ডি এ কে নিয়ে ভারতের ক্ষমতা দখল করতে চলেছে। এখন পর্যন্ত যা খবর আছে তাতে ভারতের মোট লোকসভা র ৫৪৩টি, আসন। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে শরিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তারা এখন পর্যন্ত মোট ২৯৮,টি, আসন দখল করতে করতে চলেছে। এবং অন্যদিকে ভারতের জাতীয় কংগ্রেস ও তার মিত্র ইন্ডিয়া জোট এখন পর্যন্ত মোট ২৪৫,টিতে, এগিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য যে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের মোট লোকসভা র ৮৪,টি, আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে ৪৭,টি, আসন বাদবাকি বিজেপি ও অন্যান্য। ভারতের বহু সংখ্যক রাজ্যের মানুষ এবার বিজেপি বেমুখ হয়েছে। পাঞ্জাবে বিজেপি শুন্যে। রাজস্থান ও হরিয়ানা রাজ্যের বহু ক্ষেত্রে বিজেপি কে প্রত্যাখ্যান করছে আম আদমি। দিল্লি তে সাতটি আসন দখল করতে পেরেছেন মোদী। তাছাড়া তারা মধ্যপ্রদেশ ও গুজরাট ও হিমাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশ সহ বহু রাজ্যে ভালো ফল করেছেন।

 

কিন্তু মোদী ম্যাজিক বুমেরাং হয়েছে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকের কাছে। এখন পর্যন্ত যা খবর তাতে পশ্চিম বাংলা র তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী প্রায় সাত লাখ ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে। পশ্চিম বাংলা র মোট ৪২,টি, আসনের মধ্যে তৃনমূল দল এগিয়ে যাচ্ছে প্রায় ২৯,টিতে। এবং বিজেপি এগিয়ে যাচ্ছে ১২,টিতে, অন্যদিকে ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা ও বহরমপুর লোকসভা কেন্দ্রের ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী পাঁচ বারের এম পি অধীর চৌধুরী হারতে চলেছে তৃনমূল দলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে। সব মিলিয়ে এবার ভারতের গদি বসে একতরফা সিদ্ধান্ত নিতে বেগ পাবে নরেন্দ্র মোদির সরকার। তবে আজকের এই ফলাফলের জন্য ভারতের শেয়ার বাজারে বিশাল ধস নামে। পরে একটু উদ্দে উঠে বাজার।

 

ভারতের জাতীয় কংগ্রেসের লোকসভা র সদস্য আগের থেকে বেশি হতে চলেছে। সেই সঙ্গে লোকসভায় ইন্ডিয়া জোট সহজেই ছেড়ে কথা বলবে না। এমনটাই ধারণা আম আদমি র কাছে। তবে পশ্চিম বাংলা য় ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী হারতে চলেছে। কিন্তু মালদহ জেলার দক্ষিণ কেন্দ্রের ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী ইষাখাঁন চৌধুরী জিততে চলেছে। তবে নরেন্দ্র মোদির নেতৃত্ব এন ডি এ জোট ৩০০শত, র গন্ডি অতিক্রম করতে পারে কি❓ না তা লাখ টাকার প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...

বগুড়া শহর বিএনপির ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার বিকেলে কালিবালা গ্রামে খানকা শরীফ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল...

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...