Sunday, July 13, 2025

কোচিং ছাড়াই যেভাবে জিএসটিতে চান্স হলো তারিকুলের

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ:
কথায় আছে, দৃঢ় মনোবল আর ইচ্ছাশক্তি থাকলে সবকিছু জয় করা সম্ভব।ঠিক তেমনি কোনো প্রকার  এডমিশন কোচিং ছাড়াই জিএসটি গুচ্ছুভুক্ত বিশ্ববিদ্যালয়ে  চান্স পেয়েছেন চিনাডুলী ফাজিল মাদরাসার আলিম ২৩ পরিক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থী তারিকুল ইসলাম।
 তিনি দাখিল এবং আলিম একই মাদরাসা থেকে পাশ করেছেন।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে  চান্স পাওয়া শিক্ষার্থী তারিকুল, ২০১৬ সাথে ৬ষ্ঠ  শ্রেণীতে মাদরাসায় ভর্তি হন।
ইসলামপুরের চিনাডুলী ফাজিল মাদরাসা থেকে দাখিল ২০২১ ব্যাচে জিপিএ  ৪.৩৮ পেয়ে উত্তীর্ণ হন।তিনি ৪৮.৫০ নম্বর পেয়ে ৩১৫৬ তম হয়েছেন।
তারিকুলের বাড়ি ইসলামপুরের উলিয়া-সোনামুখি নামক এক আজপাড়া গাঁয়ে অবস্থিত।তিনি গ্রামের ছেলে হয়ে  কোচিং ছাড়াই পাবলিকিয়ান হতে পেরেছেন শুনে ইসলামপুরের  বিভিন্ন ব্যাক্তি / ফেসবুক গ্রুপের মধ্যে এক অন্যরকম চলঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে চাঁদনী নামক এক শিক্ষার্থীর কোচিং ছাড়াই ঢাবিতে চান্স পেয়েছে।তিনি তার ডাইরিতে গত বছরের অক্টোবর মাসে  লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন। সবার মতো আমি ওখানেই পড়তে চাই।সামনে অনেক না পাওয়ার কারণ দেখেও আমি আশা রাখছি যে, আমি যেতে পারবো।
তিনি আরো লিখেন, কলেজে সবার থেকে আমার ফাইনেস  দিকটা আলাদা। আমি বড়ও হয়েছি অনেকটা আলাদা পরিবেশে।তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করিনা। আমি নিজেকে অনেক স্পেশাল ভাবি, ভাবি আমার দ্বারা অবশ্যই কিছু সম্ভব  হবে।বই কিনে পড়া শুরু করবো।আমি ভার্সিটিতে অর্থাৎ ঢাবিতে চান্স নিবোই ইনশাআল্লাহ।
চিনাডুলী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) ইব্রাহিম খলিল  বলেন, আমাদের মাদরাসা থেকে অনেকেই পাবলিকিয়ান হয়েছে।প্রতিবারের মতো এইবারও  বিশ্ববিদ্যালয়ে তারিকুল নামক ছেলের চান্স  হয়েছে।এর আগে ঢাবি,রাবি,জাবি,কুবিসহ দেশের বড় বড় প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়ারা চান্স নিয়েছে।
উল্লেখ্য, ইসলামপুর থেকে এডমিশন কোচিং করে বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেকের চান্স হয়েছে। এ পর্যন্ত এডমিশন কোচিং ছাড়া চাঁদনী নামক এক মেয়ের ঢাবিতে আর তারিকুলের গুচ্ছতে চান্স হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্র’তিবাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২...

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আজ লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী...