Thursday, August 28, 2025

রৌমারীতে মুক্তিযোদ্ধাকে হুমকি ও জীবন নাশের অভিযোগে মানববন্ধন

Date:

Share post:

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নির্বাচনি এক সভায় প্রকাশ্যে প্রতিপক্ষের সমর্থক একজন বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলীকে গাছে বেঁধে বিচার করার হুমকি ও জীবননাশের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছেন সকল বীর মুক্তিযোদ্ধারা।শনিবার দুপুর ২টার দিকে রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসীকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি মাববন্ধনের মাধ্যমে তাঁকে (মজিবুর রহমান বঙ্গবাসী) জানিয়ে দিতে চাচ্ছি যে আমার কোন মুক্তিযোদ্ধাকে কেউ অন্যায় ভাবে হুমকি দিলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনে আইনের আশ্রয় নিবো। আমরা নির্বাচন আচরণবিধি ওপর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানসহ সকল মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনি সভায় তিনি প্রতিপক্ষের সমর্থক মুক্তিযোদ্ধা সোহরাব আলীকে উদ্দেশ করে এ হুমকি দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান বঙ্গবাসী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রৌমারী উপজেলায় চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ৮ জন। প্রথম ধা‌পের এ নির্বাচন হ‌বে আগামী ৮ মে।

বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী যাদুরচর ইউনিয়নের বকবান্দা নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আরেক চেয়ারম্যান প্রার্থী রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালুর নির্বাচনি প্রতীক কাপ-পিরিচের পক্ষে কাজ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নির্বাচনী সভায় এভাবে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে মজিবুর রহমান বঙ্গবাসীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আলমগীর বলেন, ‘নির্বাচনি সভায় এভাবে বক্তব্য দেওয়া আচরণবিধি লঙ্ঘনের শামিল। অভিযোগ দিলে আমরা তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে ১১ নং ওয়ার্ড বিএনপি প্রস্তুতি সভা

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে ১১ নং হোসেনপুর ওয়ার্ড বিএনপি প্রস্তুতি সভা। ১লা...

শারীরিক প্রতিবন্ধীর মাঝে মোটর চালিত ভ্যানগাড়ি বিতরণ 

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ  ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় শারীরিকভাবে অক্ষম জনাব শ্রী সুজন,পিতা রঞ্জিত, সাং...

সাংবাদিক রফিকুল আলম খানের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা সাইদুর রহমান বাচ্চু

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের প্রবীণ ও অসুস্থ সাংবাদিক রফিকুল আলম খানের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহি...

সিরাজগঞ্জে সরকারি সেবা নিতে আসা অসহায় রোগীরা প্র’তারণার শি’কার

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ ২৭ আগস্ট ২০২৫ রোজ বুধবার সিরাজগঞ্জ জেলা শহরে সরকারি সেবা নিতে আসা...