Friday, August 8, 2025

সতীঘাটা ভগবতীপুর গ্রামে মাটি ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনগণ সড়কে অবস্থান

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলা ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নে ০৯ নং ওয়ার্ডে ভগবতীপুর গ্রামে মাটির ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় জনগণেরা মর্মে সড়কে অবস্থান থাকতে দেখা যায়।

সোমবার দুপুর বেলায় ভগবতীপুর গ্রামে স্থানীয় জনগণেরা সড়কের অবস্থানরত দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভগবতীপুর গ্রামে নুর ইসলামের বাড়ী হইতে সনি ভাটা পযন্ত বয়ে গেছে একটি কাঁচা সড়ক তবে এই এই সড়কটি কিছু মালিকানা জমির উপর দিয়ে গেছেন।

এই ঘটনার বিষয় সড়কের অবস্থানরত স্থানীয় জনগণ কুলসুম বেগমের কাছে জানতে চাইলে তারা বলেন, এই কাঁচা সড়কটি আমাদের জমির উপর দিয়ে বয়ে গেছে। আমাদের ছোট শিশুর এই সড়কের উপরে দিয়ে খেলা করে। শুধু তাই নয় তীব্র তাপে সড়কের ধুলোবালি আমাদের ঘরবাড়িতে ভরে যায়। পাকা সড়ক এখন ভাটার টলির মাটি পড়ে ধুলাবালি এবং কদমাক্ত রুপে রুপান্তিত হয়েছে।

জনগণ চলাচলের অনুপযোগী পড়ে। কথা সড়কের কথা না বললে নয় মাটি বহন টলি থেকে কাদামাটি পড়ে জনগণের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এই কারণে আমরা স্থানীয় মা-বোনেরাসহ পুরুষেরা এই স্বরূপ দিয়ে অবৈধ মাটি নিয়ে চলাচল করতে দেব না। গত ০৯/০৪/২০২৪ ইং তারিখে মাটি ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে টলিতেে করে মাটি বোঝায় অবস্থায় ভাটায় পথিমধ্যে স্থানীয় জনগণেরা সড়ক অবরোধ করে রাখেন, এসময় কিছু ঘটনা ঘটার কেন্দ্র করে এই মর্মে মাটি ব্যবসায়ী রফিক স্থানীয় জনগণ ৩/৪ নামে চাঁদাবাজি এজাহার দায়ের করেন যশোর কোতোয়ালি মডেল থানায়।

এ ঘটনা সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে আজ আমরা এই সড়কে অবস্থান করছি। আমাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করেছেন। এই ঘটনার বিষয় মুঠোফোন ইউপি সদস্য হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনার বিষয় নিয়ে মাটির ব্যবসায়ী রফিক বাদী হয়ে থানায় মামলা করেছেন।

তিনি আরো বলেন এ ঘটনার বিষয় ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ দিতে বলেন। অভিযোগ পেলে বিষয়টি আমরা ঘটনা স্থান পরিদর্শন করবো বলে জানান। সড়কে জনগণ অবস্থানের এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে মাটি ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে।

এ ঘটনার বিষয় স্থানীয় জনগণ তদন্তপূর্বক প্রশাসনের আশু- হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয়র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয়র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বর্ষপুর্তি উপলক্ষে...

নড়াইল লোহাগড়া উপজেলায় র/হস্য’জনক ভাবে খু/ন রাজমিস্ত্রী সোয়েবুর খান

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলার কালনা এলাকার মাইড কুমড়া পৌরসভা সীমানা গেট সংলগ্ন ইউনুস খানের ছেলে...

মণিরামপুরে ঐতিহাসিক ৫ই আ’গষ্ট পা’লনে উ’জ্জীবিত ছাত্রদল

মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদল সরাসরি ভূমিকা রেখেছিলো। শুধু ছাত্রদল না ছাত্র রাজনীতির বিভিন্ন সংগঠনের ছত্র-ছাত্রীরা সেদিন ফ্যাসিস্ট...

নড়াইলে দুর্নীতিবিরোধী শপথ নিল ৪শতাধিক শিক্ষার্থী

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে চার শতাধিক শিক্ষার্থী। ০৭ আগস্ট (বৃহস্পতিবার) লাহুড়িয়া হাফেজ...