Wednesday, August 6, 2025

ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম’র সাহিত্য সম্মেলন-২০২৪ সম্পন্ন

Date:

Share post:

আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :

“সম্মীলনীর খোলা দুয়ার, আনুক প্রাণে সৃজন জোয়ার” স্লোগানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে আয়োজিত সংগঠনের ৩ বৎসর পূর্তী উপলক্ষে দুইদিনব্যাপী “ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সাহিত্য পুরস্কার ২০২৪’র দ্বিতীয় দিন।

গতকাল (২৭ এপ্রিল ২০২৪) সকাল ১১ ঘটিকার সময় সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে ‘ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুষ্ঠিত হয়।

ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মোঃ সফিনূর এর সভাপতিত্বে এবং প্রভাষক শাহাবুদ্দিন ও কবি জাহানারা রেখার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। সংগঠনের সভাপতি, বিশিষ্ট লোক গবেষক আবু সালেহ আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রফেসর ড. শহীদ মনজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক, কবি মাহমুদুল হাসান নিজামী, নজরুল গবেষক, রাষ্ট্রচিন্তক ও সংস্কৃতজন মুহাম্মদ আতা উল্লা খান আতা, পশ্চিমবঙ্গ ভারতের টেলিভিশন শিল্পী ও শিক্ষক ড. দীপা দাশ, লেখক, গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, বীর মুক্তিযোদ্ধা কবি আ খ ম সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ সোসাইটির মহাসচিব ড. আলহাজ্ব শরীফ সাকী, আইনজীবী, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সাংবাদিক ড. মুহাম্মদ আবু তাহের, কবি ও লেখক ড. দ্যুতি দত্তগুপ্ত (ভারত), কবি সিরাজ উদ্দিন (করিমগঞ্জ আসাম)।

অনুষ্ঠানে প্রধান অতিথি নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিকদের হাতে তুলে দেন “ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সাহিত্য পুরস্কার ও সম্মাননা স্মারক”

সেরা দশ রুপ্যপদক পেয়েছেন, সাবেক উপ-সচিব, লেখক ও গবেষক ড. শেখ ফজলে এলাহি, কবি প্রাবন্ধিক ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী, লেখক ও গবেষক নজরুল বাঙ্গালী, লেখক শুকুর চৌধুরী, মননশীল লেখক ও সংগঠক সেলিম আউয়াল, শিক্ষানুরাগী দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, সাংবাদিক ও সম্পাদক সেখ নুরুল হুদা, লেখক ও ব্যাংকার হাসিনা মমতাজ, শিশু সাহিত্যিক জসীম আল ফাহিম, লেখক ও গবেষক রশিদ আহমদ।

সৃজনশীল এওয়্যার্ড পেয়েছেন, ইতিহাসবিদ মোঃ কলিম উল্লাহ, লন্ডন কোর্টের বিচারক আয়েশা আহমদ, লেখক ও ব্যাংকার সুজাদুল হক, লেখক বেলাল আহমদ চৌধুরী, লেখক ও সাংবাদিক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার, মরমী কবি ও গীতিকার আব্দুল গণী ভুইয়া, প্রবাসী লেখক আব্দুল মুকিত মুখতার, শিক্ষাবিদ ও সাহিত্যিক নাসরিন খান, লেখক ও ব্যাংকার জয়নাল আবেদীন বেগ, শিক্ষক ও লেখক নাজমুন নাহার নাজু।

মননশীল এওয়্যার্ড পেয়েছেন, ড. আ ন ম এহসানুল মালিকী, কবি নুরুল হক, মননশীল লেখক নাসরিন ইসলাম, কবি আব্দুল আজীজ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রৌশনারা আক্তার রুশো, লেখক মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, প্রবাসী লেখক সাহানুকা হাসান শিখা, মননশীল লেখক হালিমা বেগম, লেখক ও সংগঠক মোঃ মুজিবুর রহমান বকুল, মরমী সাহিত্যের লেখক শাহিনা জালালী।

তুরুণ এওয়্যার্ড পেয়েছেন, তরুণ লেখক ও শিক্ষক আসআদ বিন এ মতিন, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আনোয়ারা খাতুন, তুরুন লেখক হাবীব খোকন, নেক পারভিন চিত্রা, ইমরান আকন্দ, শিক্ষক ও তরুণ লেখক মৃনাল কান্তি দাস, তরুণ মননশীল লেখক মীর মিজান, তরুণ মননশীল প্রবাসী লেখক মাহমুদুল হাসান ফারুকী, তরুণ মননশীল লেখক মাফরুহা আহসান মিতু, তরুণ লেখক ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন।

স্বরচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা করেন কবি ইমামুল ইসলাম রানা, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি ছয়ফুল আলম পারুল, শিল্পী ওমর ফারুক, কবি নুরুল কবির, কবি সালাহ উদ্দিন মিঠু, মোঃ দেলওয়ার, কবি শমসু মিয়া, সৈয়দ আজমল হোসেন, নাজমুন্নাহার, এমএম মনিরুল ইসলাম, নাসরিন সুলতানা, সাজ্জাদ হোসেন, মুজিবুল হক, কবি নিলুফা ইয়াসমিন, কবি নুরুল হক, মাহজাবিন রাইসা মীম, কবি নাহিদা চৌধুরী, এসকে রেজাউল, মোঃ আবুল হুসাইন, ফারহান কবির দুলন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, কবি পারভিন আক্তার, সৈয়দ আহমদ সাদি, সাংবাদিক ফাতাউর রহমান, কবি আবর মিয়া পীর, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি তারেশকান্তি তালুকদার, কবি ও গীতিকার এন এ আশালতা, ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন, ছড়াকার ছাদির হুসাইন, রায়হান কবির, কুবাদ বখত চৌধুরী রুবেল, সৈয়দ নিয়াজ আহমদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ...

কেমন ছিল ৪ই ও ৫ই  আগস্ট ২০২৪- ১দ’ফার আ’ন্দোলন  ছাত্রদল নে’তা

মুন্না ইসলাম আগুন, রাজশাহী (দুর্গাপুর) প্রতিনিধি : ২০২৪ সালের কথা মনে হলেই মনে পড়ে যায় জুলাই আগস্ট আন্দোলনের কথা।...

সিরাজগঞ্জে  ১৩ শহীদদের কবর জিয়ারত ও  পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ, ৫ আগষ্ট ২০২৫ ( বাসস) জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে  ১৩ শহীদের...

কুয়াদায় জু’লাই ৩৬ ফ্যা/সি/বা/দ মু/ক্ত বাংলাদেশ দিবস ও শ’হীদদের আ’ত্মা’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালন করা হলো “জুলাই ৩৬ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস। এ...