Sunday, August 24, 2025

সিরাজগঞ্জ-৯৪ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Date:

Share post:

 মোঃ লুৎফর  রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
শনিবার ১৩ এপ্রিল ২০২৪ ইং সকাল ৯টা হতে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাহিদ হাসান রতন এর সঞ্চলনায় দিনব্যাপী এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসএসসি-৯৪ ব্যাচ সিরাজগঞ্জ-৯৪ গ্রুপের প্রায় দুই শতাধিক সদস্য এসময় উপস্থিত ছিলেন। ঈদের তৃতীয় দিন সকালে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ। ঈদ পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো স্মৃতিকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন। কর্মসূচির মধ্যে ছিল কেককাটা, আনন্দ বিনোদন, কুইজপর্ব, খেলাধুলা, পরিচিতিপর্ব ও স্মৃতিচারণ।
অনুষ্ঠিতব্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৯৪, গ্রুপের আয়োজক , জাহিদ হাসান  রতন,আমিনুল ইসলাম, এস এম রেজাউল করিম, কেএম আল-আমীন,সাইফুল ইসলাম, মাসুদ রানা, রাসেদ,আঃ করিম, কেএম রুবেল,সুমিষ্ট,খোকন,নাজমুল হুদা,সাইফুল ইসলাম,মিজানুর রহমান, শফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, খোকন,সানোয়ার হোসেন,লাইজু, সাবিনা, কাজলরেখা,রাশেদা,প্রমুখ।
এসময় বক্তারা বলেন প্রায় ৩০ বছর পর এসএসসি-৯৪ ব্যাচ,সিরাজগঞ্জ-৯৪ কর্তৃক বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতি-চারণায় ঈদের তৃতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়েছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত আছেন।
সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। তারা আরও বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

চি’রনিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের আনোয়ারুল ইসলাম

মোঃ এমদাদ মাগুরা থেকে: সাবেক অতিরিক্ত জেনারেল পোস্ট মাস্টার, মাগুরা শ্রীপুর উপজেলার তখলপুর গ্ৰামের সুযোগ্য সন্তান ও হাট দারিয়াপুর সম্মিলনী...

ঝিনাইদহ-যশোর মহাসড়ক জমি-ভবনের ন্যায্য মূল্যের দা’বিতে সংবাদ স’ম্মেলন

হুমায়ুন কবির , কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবী...

খাগড়াছড়িতে ৩৩ লাখ টাকায় নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক শুভ উদ্বোধন করেন করেছেন...

রামনগরে বিএনপি’র নতুন সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ চলমান কার্যক্রমে জ’রুরি সভা 

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে বিএনপি'র তৃণমূল পর্যায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ...