Monday, September 15, 2025

কুয়াদায় ঈদে ঘুরতে এসে প্রেমিক মারধরের শিকার প্রেমিকাকে শ্লীলতাহানি দুই যুবক আটক

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলা কুয়াদায় ঈদে প্রেমিকাকে নিয়ে ঘুরতে এসে বখাটে দুই যুবকের হাতে মারধরের শিকার প্রেমিক  এসময় প্রেমিকা ওই নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় ফাঁকা মাঠে এই ঘটনা ঘটেছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম প্রেমিক প্রেমিকাকে উদ্ধার করেছে। এসময় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন, ভোজগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মখলেসুর রহমান (৩৮) ও একই গ্রামের ইমান আলীর ছেলে পারভেজ হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে অভয়নগরের এক যুবক সাথে করে এক নারীকে নিয়ে জামজামি মাঠে ঘুরতে আসেন। শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তাঁরা দুইজন রাস্তার পাশে বসে কথা বলছিলেন। এসময় দুই সহযোগীকে নিয়ে সেখানে যায় মখলেছ ও পারভেজ। তারা ঘুরতে আসা ছেলেটাকে মারপিট করে মেয়েটাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। মাঠে থাকা লোকজন বলেন, এসময় মেয়েটা চিৎকার দিলে আমরা ছুটে আসি। ঈদে ঘুরতে আসা দুইজনের কাছে মখলেছ ও পারভেজ তাঁদের কাছে থাকাসব জিনিসপত্র টাকা পয়সা দিয়ে রক্ষা পেতে চাইলে মখলেছ তাঁদের কাছে এক লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে মখলেছ ছুরি বের করে ছেলেটাকে আঘাত করতে উদ্ধত হয়। ঘটনা টের পেয়ে মাঠের লোকজন ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানায়। পরে এই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ এসে ঘটনা স্থান থেকে মখলেছ ও পারভেজকে আটক করে।
এই ঘটনার বিষয় ভোজগাতী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আটক মখলেছ ও পারভেজ মেয়েটাকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেছে। মেয়েটির সাথে থাকা ছেলেটাকে মারপিট করেছে। মেয়েটা পুলিশকে সব ঘটনা খুলে বলেছে। চেয়ারম্যান আরো বলেন, মখলেজ ও পারভেজ এলাকায় মাদকসহ বহু অপকর্মের সাথে জড়িত। তারা পারে না এমন কোন খারাপ কাজ নেই। এই ঘটনার বিষয় মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাঁরা এখনো ফিরে আসেনি।
ঘটনার বিষয জানতে চাইলে তিনি আরও বলেন, দুই ব্যত্তিকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

জামায়াত এনসিপি হচ্ছে আওয়ামী লীগের বি ও সি টিম আমজাদ হোসেন মামুন

 নুর-বীন আব্দুর রহমান রাহাত,  ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন বলেছেন, জামায়াত ও এনসিপি আসলে...

আজ মগরাহাট পশ্চিমের উস্তি কে সি এম উচ্চ বিদ্যালয়ে মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি কে সি পি উচ্চ বিদ্যালয়ে একটি...

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...