Tuesday, November 4, 2025

বি জে পি যদি গরীবের জন্য রান্নার গ্যাসের হাজার টাকা নেন তাহলে তৃনমূল বাংলা থেকে সব প্রার্থী তুলে নেবে ঘোষণা অভিষেকের

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি র ঢোলার হাটে তৃনমূল দলের পক্ষ থেকে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার কেন্দ্রের এম পি ও বর্তমান তৃনমূল দলের প্রার্থী অভিষেক ব্যানার্জী বলেন যে পশ্চিম বাংলার গন উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে। তাতে হিনমন্যাতায় ভুগছেন বিজেপি দলের নেতা ও কর্মীরা।

কিন্তু তৃনমূল দলের অন্যতম প্রধান লক্ষ্য হল মানুষের সাথে থাকা এবং মানুষের গন উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেওয়া। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার সত্ত্বেও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে। তাদের পাশে দাঁড়িয়ে আছেন। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষীর ভান্ডার পযন্ত দিয়েছেন ম বোনের হাতে।

একশত দিনের কাজ বন্ধ তার পর পশ্চিম বাংলার গন উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঢোলার হাটে র তৃনমূল দলের জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন যে বিজেপি শাসিত মোট ১৭টি, রাজ্যের কোথাও মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার নেই। কোথাও মহিলা মা বোনের জন্য ১৫০০,টাকা, করে ভাতা প্রদান করা হয়না।

শুধু মাত্র পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলেছে সেই সরকার মহিলা মা বোনের জন্য এই প্রকল্প হাতে নিয়েছেন। তিনি বলেন যে পশ্চিম বাংলায় যদি বি জে পি সরকার রান্নার গ্যাস থেকে প্রতি সিলেন্ডার পিছু হাজার টাকা তুলে নেন। তাহলে তিনি ও তার দল পশ্চিম বাংলা থেকে মোট ৪২টি, কেন্দ্র থেকে তৃনমূল দলের প্রার্থী তুলে নেবেন।

আজকের এই বিশাল জনসভায় ভাষণ দেন, সুন্দর জেলা তৃনমূল দলের সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার ও বিধায়ক যোগরন্জন হালদার এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও বিধায়ক শওকত মোল্লা ও সুন্দর বন উন্নয়ন দপ্তর এর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বিধায়ক অলোক জলাধার ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং বিধায়ক পান্নালাল হালদার এবং এম পি শুভাশিস চক্রবর্তী এবং তৃনমূল দলের অন্যতম শ্রমিক নেতা শক্তি মন্ডল ও মগরাহাট পূর্বে র বিধায়ক নমিতা সাহা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি ও সভাধিপতি এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল এবং জয়নগর কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী প্রতিমা মন্ডল ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদার।

এই জনসভা টি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার তৃনমূল দলের তিন লোকসভা র প্রার্থী কে নির্বাচনে জয়ী করার জন্য জনসভা। এই জনসভায় হাজার হাজার তৃনমূল দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে মহিলা তৃনমূল দলের কর্মীদের ভীড় চোখে পড়ার মতো। এই সভায় আগত দলীয় নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানান মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...

ডায়মন্ড হারবার জেলা আদালতে রিপেয়ারিং ও রঙ্গ করা নিয়ে ব্যাপক দুর্নী”তির অভি”যোগ বারের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দুপুরে পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ডায়মন্ড হারবার জেলা আদালতের বিল্ডিং এর...

বগুড়ায় হাইওয়ে পুলিশের অ”বৈধ গাড়ি পার্কিং এর বি”রুদ্ধে বিশেষ অভি”যান

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: জনসচেতনতা বাড়াতে ও দূর্ঘটনা এড়াতে বগুড়া হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রবিবার...

দুর্গম প্রত্যন্ত গ্ৰাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বৌদ্ধ বিহার ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: গুইমারা উপজেলার দূর্গম প্রত্যন্ত গ্রাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বিহারে ৫০ তম দানোত্তম কঠিন চীবর...