Thursday, October 16, 2025

কালিয়া বারইপাড়া সেতুর নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়েছে 

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইল কালিয়া উপজেলার বারইপাড়া নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন  বারইপাড়া সেতু নির্মাণের কাজের নেই কোন অগ্রগতি। আড়াই বছরে সেতুটি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বারবার মেয়াদ বাড়িয়ে ছয় বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ। এখানেই শেষ নয়, সেতুর নকশায় ত্রুটি থাকায় নির্মাণ ব্যয়ও বেড়েছে দ্বিগুণ। এতে ক্ষুব্ধ জনসাধারণ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, অতিদ্রুতই সেতু নির্মাণের বাকি কাজ শেষ হবে।

জানা গেছে, নড়াইল জেলা শহর থেকে কালিয়া উপজেলা শহর ও ৮টি ইউনিয়নকে পৃথক করে রেখেছে নবগঙ্গা নদী। ফলে যোগাযোগে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় কালিয়া উপজেলাবাসীকে। সেই ভোগান্তি কমাতে উপজেলার বারইপাড়া খেয়াঘাটে ২০১৭ সালে একটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

নড়াইল-কালিয়া সড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীর ওপর  ৬৫১.৮৩ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের বারইপাড়া সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ৬৫ কোটি টাকা। সেতু নির্মাণের কাজ পেয়েছিলেন যশোরের ঠিকাদার মো. মইনুদ্দীন বাসী ও মো. জামিল ইকবাল। কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তখন নির্দিষ্ট সময় শেষে কাজের অগ্রগতি ছিল মাত্র ২৩ শতাংশ।

পরবর্তীতে আরও তিন বার সময় বৃদ্ধি করা হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। শেষ সময়ে অর্থাৎ ৪র্থ বার মেয়াদ বৃদ্ধির সময় বাঁধে নকশা জটিলতা। সেতুর ছাদের কিছু অংশ নির্মাণ কাজ শেষে দেখা যায় সেতুর নিচ দিয়ে নৌ-যান চলাচল করতে পারছে না। পরে নকশা পরিবর্তন করে উঁচু করে সেতু নির্মাণের জন্য নতুন নকশা অনুমোদন দেওয়া হয়।

এতে ব্যয় বাড়ে প্রায় ৬০ কোটি টাকা। কয়েক দফায় সময় ও অর্থ বেড়ে এখন ব্যয় একশ ৩৫ কোটি ৯২ লাখ টাকায় দাঁড়িয়েছে। সেতুটি নির্মাণ হলে নড়াইল জেলা শহরের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে কালিয়া উপজেলার ৮টি ইউনিয়ন। ফলে তাদের ভোগান্তি কমবে। তবে সেতু নির্মাণের ধীরগতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত কাজ শেষ করার আহ্বান তাদের।

কালিয়া উপজেলার পার-কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এস কে কামাল বলেন খেয়া পারের জন্য আমাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় রাত্রে নৌকা পাওয়া যায় না। আমাদের ভোগান্তির যেনো শেষ নেই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হোক।

উপজেলার নোয়াগ্রাম এলাকার কলেজছাত্রী বৃষ্টি ফাতেমা বলেন, বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এ ঘাট দিয়ে পার হয়। অনেক সময় খেয়া পাওয়া যায়, অনেক সময় যায় না। ঘাটগুলো ভালো না, ব্রিজটা হতে যেয়েও হচ্ছে না। স্কুল কলেজে যেতে সমস্যা হয়। কোনো রোগী অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। ফেরি পার হয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে আগুনে সব পুড়ে শেষ হয়ে যায়। আমরা খুব দুরাবস্থায় আছি। ব্রিজটা যাতে দ্রুত হয় সেজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম বলেন নকশা পরিবর্তনের কারণে আলাদা টেন্ডার করা হয়েছে। টেন্ডারটি লাইভে আছে। আমাদের কাজ চলমান রয়েছে। আশা করি, ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ বর্নাঢ্য র‍্যালি,হাত ধোয়া ক্যাম্পেইন ও পরিষ্কার পরিছন্নতা বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় স্যানিটেশন...

অগ্রিম মাসের পরিক্ষার খাতায় হল পরিদর্শকের স্বাক্ষর মণিরামপুরে জা”ল সনদের র’মর’মা ব্যাবসা

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ জাতীয় ও আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে ২০২৫ সালে চলছে গোটা বিশ্বের সরকারি/বেসরকারি কার্যক্রম।শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য বিভাগ সহ...

মি”থ্যা মা”মলায় দু’ছাত্রকে আ”টকের ঘটনায় ফুসে উঠছে রৌমারীর মানুষ চব্বিশ ঘন্টার আ”ল্টিমেটা’ম

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চোর সন্দেহে দু’জন শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে...

কায়বায় ৩১ দ’ফা দা”বির লক্ষ্যে উঠান বইঠাকের বক্তব্যে তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: শার্শার কায়বায় ৩১ দফা দাবির লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার ১৫...