Friday, November 7, 2025

এসওএস শিশু পল্লী সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিয় কাজ করছে জেলা প্রশাসক

Date:

Share post:

বগুড়া প্রতিনিধি:

এসওএস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার পরিবার শক্তিশালী করণ কর্মসূচির। অন্তরর্ভূক্ত বগুড়া সদর উপজেলার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন রত সুবিধাভোগী ৮১৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুলের পোশাক বিতরণ করেন জনাব মো: সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞম্যাজিস্ট্রেট, বগুড়া।
সোমববার সকাল ১১.০০টায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ায় পোশাক বিতরণ করা হয়।৮১৫ জনের প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে ১ সেট স্কুলের পোশাক, ১টি স্কুলব্যাগ, ১ জোড়া জুতা ও মোজা দেওয়া হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান, তিনি উপস্থিত অতিথিদের এসও এস এর কার্যাবলি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, পরিবার, সমাজ ও জাতিকে শিক্ষিত করতে হলে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে হবে। এসময় তিনি উপস্থিত পরিবারের সদস্যদের সন্তানদেরকে বাল্য বিবাহ না দেওয়ার আহবান জনান। তিনি আরো বলেন, মেয়েরা পরিবারের বোঝা নয়, আর্শিবাদ। তাদেরকে লেখাপড়া শিখিয়ে সমাজের মূল ধারায় যুক্ত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: সাইফুল ইসলাম বাল্য বিবাহ বন্ধের আহবান জানিয়ে বলেন, পরিসংখ্যান অনুসারে বাল্য বিবাহের কারণে সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম গ্রহণ করছে।এময় তিনি উপস্থিত অভিভাবকদেরকে বাল্য বিবাহ না দিয়ে কন্যা শিশুদের প্রতি যতœশীল হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন,বর্তমানে ছেলেরা কিশোর গ্যাঙ্গে জড়িয়ে পরার কারণে স্কুল থেকে ঝরে পরছে।বগুড়ার জেলা প্রশাসন কিশোর গ্যাঙ্গের বিরুদ্ধে সোচ্ছার আছে।এজন্য অভিভাবকদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেনএবং , ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে সন্তানদের দুরে রাখার আহবান জানান।

এসওএসচিলড্রেন্স ভিলেজ বগুড়ার পরিচালক জনাব মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিরোজা পারভিন, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ রায়হানুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর, জনাব মো: টি এম আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বগুড়া সদর, মো: আব্দুল মোমিন, উপজেলা সমাজ সেবা অফিসার, বগুড়া সদর। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এস ও এসচিলড্রেন্স ভিলেজ বগুড়ার সহকারি পরিচালক জনাব মো: আসাদুজ্জামান, এস ও এস সামাজিক কেন্দ্রের ইন-চার্জ জনাব মো: ফয়সাল করিম, সহকারি অফিসার-প্রোগ্রামার মিঠুন কুমার দত্ত, মো:মকলেছুর রহমান, আয়েশা সিদ্দিকা ও হিসাব রক্ষক সুমন চন্দ্র সরকার সহ এস ও এসচিলড্রেন্স ভিলেজ বগুড়ার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চলন করেন কীনশিপ কেয়ার প্রকল্পের সুবিধাভোগী ছাত্রী মো:মাছুরা আক্তার মিতা।
উল্লেখ্য যে, এস ও এসচিলড্রেন্স ভিলেজ বগুড়ার একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংগঠন যা ১৯৯৫ সাল থেকে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...