প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ৪:০৬ পি.এম
জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে বর্ণাঢ্য র্যালি

স্টাফ রিপোর্টার, রংপুর:
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রংপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
১৭ই মার্চ সকালে রংপুর জিলা স্কুল থেকে র্যালিটি বের হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিতে রংপুর রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।