Friday, August 15, 2025

যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন

Date:

Share post:

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে গাজীপুর মহানগর পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এবারের পুলিশ মেমোরিয়াল ডে এর মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘কর্তব্যের তরে করে গেলে যারা, আত্ম বলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’।

শনিবার ( ৯মার্চ) সকালে মহানগর পুলিশের সদর থানা চত্বরে অস্থায়ী স্মৃতি ফলকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম। এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, উপ পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এ উপলক্ষে সদর থানার হলরুমে আয়োজিত আলোচনা সভায় মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম সভাপতিত্ব করেন। আরোও বক্তব্য রাখেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবরার হোসেন ও অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) জিয়াউল হক। এছাড়া আত্মদানকারী পুলিশ সদস্যদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক তারাপদ শিকদারের ছেলে তাপস কুমার শিকদার।

আলোচনায় অংশ নিয়ে মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, পুলিশ সদস্যরা সবসময় দেশ মাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শান্তিশৃংখলা রক্ষায় দায়িত্বপূর্ণ কাজ করার কারণে তাদের আয়ুষ্কাল কমে যাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে কাজ করার কারণে, কাজের নানামুখি চাপ, নিরাপদ পরিবেশের অভাব, মানসিক দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা কারণে পুলিশ সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এসব কারণে তাদের আয়ুস্কাল কমে যাচ্ছে। গোপনে প্রত্যেক পুলিশ সদস্য দেশের জন্য আত্মাহুতি দিচ্ছেন। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের অবদান অনস্বীকার্য।
তিনি আরো বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা নির্মমভাবে নিহত হচ্ছেন। দেশের জন্য পুলিশ সদস্যদের এই আত্মদান নিঃসন্দেহে তার পরিবার এবং পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পুলিশ সদস্যদের এরকম আত্মদানের প্রতি সম্মান জানিয়ে আমরা পুলিশ মেমোরিয়াল ডে পালন করে থাকি।

তিনি বলেন, জীবনদানকারী পুলিশ সদস্যদের স্মরণ করাই যথেষ্ট নয়। তবুও প্রত্যেকটি শহিদ পুলিশ পরিবারের পাশে পুলিশ বিভাগ ছিল, আছে ও থাকবে। আমরা সবসময় তাদের পরিবারের সদস্যদের জন্য শুভ কামনা করি। যে কোন বিপদ-আপদে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। পুলিশ বিভাগ সব সময় আপনাদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নতুন ও উন্নত ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রীর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের জাতীয় ঊন্নআশি তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী...

মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী  উপলক্ষে আয়োজিত আগামীকাল(১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি'র...

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অ/ভিযা/নে ৩২৮ গ্রাম হে/রো/ইন/সহ নারী মা/দক ব্য’বসা’য়ী গ্রে/ফ/তা/র

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) — র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক...

শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক...