
শরিফুল খান প্লাবন :
৬ই মার্চ বুধবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম ইম্প্রুভড সাসটেইনবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)প্রকল্প আওতায় প্রবাস বন্ধু ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ব্র্যাক( প্রোগ্রাম অর্গানাইজার) মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে প্রবাস বন্ধু ফোরাম গঠন করা হয়। প্রবাসবন্ধু ফোরামে সভাপতি হলেন মোঃমফিদুল ইসলাম, সহ-সভাপতি রাজিয়া আহম্মেদ,সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃআসলাম বেপারী, তথ্য প্রচার সম্পাদক জেসমিন আক্তার, সাধারন সদস্য সুফিয়া খাতুন, প্রবাসবন্ধু ফোরাম পরিচালনা করেন মোঃমহিউদ্দিন (প্রোগ্রাম অর্গানাইজার)।প্রবাসবন্ধু ফোরাম অনুষ্ঠিত হয় শ্রীনগর ব্র্যাক অফিস।
ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাক অর্থায়নে প্রত্যাশা-২ বাস্তবায়িত হবে।বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করা হয়।