Tuesday, November 25, 2025

রাজশাহীতে মণিরামপুরের কলেজ ছাত্র হত্যার বিচারের দাবিতে  মণিরামপুর শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

Date:

Share post:

মোঃ তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বাগমারা উপজেলার  মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বন্ধু মনোহর হোসেনের বাড়ীতে  ২ ফেব্রুয়ারী বেড়াতে যেয়ে স্থানীয় সন্ত্রাসীদের হাতে নিহত হয়।
মণিরামপুর উপজেলার আড়সিংগাড়ী গ্রামের শরিফুল ইসলাম এর একমাত্র সন্তান সোহাগ হোসেন(রাকিব) । ৩ মার্চ সকাল ১০ টার সময় মণিরামপুর সরকারী ডিগ্রি কলেজের সামনে মানববন্ধনে  মা-বাবার আহাজারিতে নিস্তব্ধ হয়ে যায় মণিরামপুর সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত সোহাগ হোসেন (রাকিব) এর পিতা শরিফুল ইসলাম, মা ফিরোজা বেগম,মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক ফিরোজ হোসেন প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক উত্তম কুমার,বীর মুক্তিযুদ্ধা আঃ হামিদ উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পি সহ শতশত শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় নিহতের ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি তুলেন তারা।
মানববন্ধনে প্রভাষক ফিরোজ হোসেন নিরপরাধ কলেজ ছাত্র সোহাগ হোসেন (রাকিব) হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের ফাঁসি দাবি করে প্রধানমন্ত্রীর নিকন আবেদন জানান।
বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ প্রশাসনের উপর অভিযোগ তুলে ধরে বলেন,নিহতের পিতা শরিফুল ইসলাম নাম দিয়ে মামলা করতে গেলেও স্থানীয় পুলিশ প্রশাসন অভিযোগ কপিটি ছিড়ে ফেলেন এবং অজ্ঞাত হিসাবে অভিযোগ দিতে বাধ্য করে।নিরুপায় হয়ে নিহতের বাবা রাজশাহী আমলী আদালত বাগমারা থানায় মামলা করলে গতকাল Rab গাজীপুর থেকে দুই আসামি কে গ্রেপ্তার করেছে। আমরা মণিরামপুর বাসী সকল আসামি কে আটক পূর্বক দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি রায় কর্যকর দাবি জানাই।
নিহতের বাবা শরিফুল ইসলামের নিকট জানতে চাইলে বাকরূদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ বক্তব্য সমার্থন করে  প্রশাসনের নিকট এধরনের কর্মকাণ্ডের তিব্র নিন্দা জানিয়ে দোষীদের ফাঁসির দাবিতে কান্না করতে থাকেন।এসময় মানববন্ধন স্থলে মা বাবা কান্নায় নিস্তব্ধ হয়ে উঠে।মণিরামপুর উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পি জানায় সোহাগ হোসেন (রাকিব) দীর্ঘ দিন যাবত ছাত্র লীগ রাজনীতির সাথে সক্রিয় ছিলেন।তার মতো একজন শান্তশিষ্ট একজন ছাত্র খুব কম দেখা যায়।আমি মণিরামপুর উপজেলা ছাত্র লীগের পক্ষ থেকে সোহাগ হোসেন (রাকিব) হত্যার সকল আসামীদের দ্রুত আকট করে ফাঁসির দাবী জানাচ্ছি। সেই সাথে দেশ রত্ন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানায়,আমরা ছাত্র লীগ নেতা কর্মী আপনার সন্তানের মতো,আমাদের ভাই আপনার হত্যার বিচার আপনার কাছে ছেড়ে দিলাম আপনি আমাদের অভিভাবক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে এলজিইডির আড়ায় কোটি টাকার কাজে ব্যাপক অনি”য়মে ক্ষু’ব্ধ এলাকাবাসী

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসনহাটী থেকে সানবান্ধা পর্যন্ত ১০০০ মিটার এলজিইডির "ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন "...

কালীগঞ্জে ১৬ টি কক”টেল ধ্বং”স করল বো”ম্ব ডিসপো”জাল ইউনিট

হুমায়ুন কবির, কালীগঞ্জ(ঝিনাইদহ)  : ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬ টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা...

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদর বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ 

রিপন বগুড়া জেলা প্রতিনিধি ঃ রবিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান...

দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতি”বাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ...