Thursday, October 16, 2025

উন্নয়ন ও গন পরিষেবা দিতে এগিয়ে যাচ্ছে উস্তি অঞ্চলের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন মূখী কাজকর্ম কে আরও বিকাশ ঘটাতে এবং বাস্তবায়নে রূপান্তরিত করতে এগিয়ে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।

তার গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩৫,হাজার, মানুষের গন পরিষেবা ও জল সরবরাহ এবং রাস্তা ঘাট ও নদী নালা কে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বদ্ধ পরিকর এই তরুণ তুর্কি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।

তিনি ইতিমধ্যেই তার গ্রাম পঞ্চায়েত এলাকায় পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এবং মানুষের গন পরিষেবা বজায় রাখতে তিনি তার পঞ্চায়েত এলাকার বিভিন্ন যায়গায় ঘুরছেন। যে সমস্যা হচ্ছে সেখানে সমাধান করতে সবধরনের ব্যাবস্থা করার চেষ্টা করছেন। তিনি তার গ্রাম পঞ্চায়েত ১২৪,নাম্বার, বুথের প্রায় সাড়ে তিন লাখ টাকা দিয়ে পাকা ঢালাই রাস্তা শুরু করে দিয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ভারী বর্ষা র আগে তিনি এই কাজ হাতে নিয়েছেন ।

ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নালা পরিস্কার করা এবং জল নিকাশি ব্যাবস্থা জোতদার করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তার এই গন উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে সাহায্য করছেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক আশিফ ইকবাল সেখ, এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজি মোবারক আলী ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর কারিগরী সহায়তায় ও জনস্বাস্থ্য দপ্তরের কর্মধক্ষ্য শ্রী মানবেন্দ্র মন্ডল ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা সহ উস্তি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ বর্নাঢ্য র‍্যালি,হাত ধোয়া ক্যাম্পেইন ও পরিষ্কার পরিছন্নতা বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় স্যানিটেশন...

অগ্রিম মাসের পরিক্ষার খাতায় হল পরিদর্শকের স্বাক্ষর মণিরামপুরে জা”ল সনদের র’মর’মা ব্যাবসা

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ জাতীয় ও আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে ২০২৫ সালে চলছে গোটা বিশ্বের সরকারি/বেসরকারি কার্যক্রম।শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য বিভাগ সহ...

মি”থ্যা মা”মলায় দু’ছাত্রকে আ”টকের ঘটনায় ফুসে উঠছে রৌমারীর মানুষ চব্বিশ ঘন্টার আ”ল্টিমেটা’ম

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চোর সন্দেহে দু’জন শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে...

কায়বায় ৩১ দ’ফা দা”বির লক্ষ্যে উঠান বইঠাকের বক্তব্যে তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: শার্শার কায়বায় ৩১ দফা দাবির লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার ১৫...