প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৯:৩৬ পি.এম
জামালপুরে পুলিশ লাইন্সে পুলিশের মাঠ অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার বেলটিয়া পুলিশ লাইন্সে পুলিশের মাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ৭ টা থেকে জামালপুর জেলা পুলিশ লাইন্সের সামনে পুলিশের আবেদনকারী অসংখ্য ছেলে মেয়ে ভীড় জমায়।
সকাল ৮ টার দিকে পুলিশ লাইন্সের গেট খুলে দেয়া হয়।জেলা পুলিশ সুপার অভিবাদকদের সচেতন করে দেন।অভিবাদকদের দালালের চত্বরে পড়ে আর্থিক লেনদেন করতে নিষেধ করেন।
সম্পূর্ণ সুষ্টভাবে প্রথম দিনের বাছায় পর্ব শেষ হয়।
এই পুলিশ লাইন্সের ৩ ধাপে বাছায় পর্ব অনুষ্ঠিত হবে।প্রথম দিনে ছিলো, উচ্চতা, ওজন এবং বুকের সাইজ পরিমাপ।
২য় দিনে থাকবে, রানিং ২০০ মিটার,পুষ আপ, লং ঝাপ, হাই ঝাপ।
৩য় দিনে থাকবে, রানিং ১৬০০ মিটার, ড্রাগিন ১৫০ আইবি,রূপ ক্লাইম্বিং ১২ ফিট।
পরবর্তীতে লিখিত পরিক্ষা এবং ভাইবার মাধ্যমে পার্থীদের চূড়ান্ত করা হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।