Tuesday, July 29, 2025

পশ্চিম বাংলা সরকারের ফ্রিভটি ফিনাল প্রকল্পের কাজ শুরু হয়েছে গ্রামে গ্রামে

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

কেন্দ্রীয় সরকার যখন পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন খাতের টাকা বন্ধ করে দিয়েছে। ঠিক সেই সময় পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জন উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে জল সরবরাহ নদী ও নালা তৈরি খাতে ফ্রিভটি ফিনাল প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে। এই কাজের ফলে পশ্চিম বাংলা র কয়েক কোটি মানুষের সুবিধা হবে। তাই নয় আগামী ভরা বর্ষায় যাতে গ্রাম বাংলার মানুষ জলে ডুবে না যায় তার জন্য আগে ভাগেই এই কাজ শুরু করে দিয়েছে।

এই কাজের সাথে যুক্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড। এদিন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও গনপরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা তার অধীনে এই ফ্রিভটি ফিনাল প্রকল্পের কাজের জন্য উত্তর কুসুম অঞ্চলের ঘোলা নওয়া পাড়া এলাকায় এই কাজের সুচনা করেন। তার এই কাজের জন্য সবধরণের সহায়তা করছেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান সব্যসাচী গায়েন এবং ভাইস চেয়ারম্যান হাজি মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড বিডিও অথাৎ আধিকারিক আশিফ ইকবাল সেখ।

এই কাজের জন্য এগিয়ে এসেছেন উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মো মিকাইল মোল্লা। তিনি তার অঞ্চলের ১২৪, নাম্বার, বুথে প্রায় টালি নালা তৈরি ও জল সরবরাহ প্রকল্পের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে দিয়েছে। সেই সঙ্গে উত্তর কুসুম অঞ্চলের এই টালি নালা ও জল নিকাশী প্রকল্পের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করেছেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা। এই কাজটি বাস্তবায়নে রূপ দিতে এগিয়ে এসেছেন ঘোলা নওয়া পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল দলের বুথ কমিটির সভাপতি হামিদুল সরদার ওরফে বাবু ও সমাজসেবক শিক্ষক এবং তৃনমূল দলের অন্যতম নেতা ঈদ্দাদ জামান মোল্লা সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

পাটগ্রামে রক্ত কণিকার উদ্যোগে ১২০০ মিটার ড্রেন পরিস্কার 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ  পানি নিস্কাশনের সমস্যা সমাধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ এলাকায় রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন...

অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২৮শে জুলাই) সকাল থেকে...

মনিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে এসএসসি ও সম্মাননা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই...

নজিরেরহাটে দোকানে আগুন, পুড়ে ছাই নগদ টাকাসহ মালামাল

মো: আবু শাহান সেলিম মিয়া, রংপুর ব্যুরো। রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড নজিরেরহাট বাজারে জননী মার্কেটে একটি দোকান আগুন...