প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৬:২৮ পি.এম
মনিরামপুরে ১০৫ গ্রাম গাঁজা সহ আটক ১

যশোরে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া বোয়ালিয়া বাজার থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ রফিক (৫০) মৃত রহিম বক্স, গ্রাম বোয়ালিয়া কে আটক করে মনিরামপুর থানা পুলিশ।
জনৈক রফিক দীর্ঘদিন ধরে বোয়ালিয়া সহ বিভিন্ন জায়গায় মাদক তথা গাঁজা বিক্রির মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট করে আসছিলো, এমতাবস্থায় গত ০৫/০২/২৪ তারিখে আনুমানিক রাত ১০ ঘটিকায় ঢাকুরিয়া ইউনিয়নের সুযোগ্য বিট অফিসার এস,আই মলয় বসু ও এ এস আই শ্যামল সরকারের সহযোগিতায়, মাদক ব্যবসায়ী রফিক কে ১০৫ গ্রাম যার আনুমানিক মূল্য ৪০০০ টাকা সহ আটক করা হয়।
এ বিষয়ে মামলার বাদী এস আই আতিকুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ মহাদয়ের নির্দেশে, ঢাকুরিয়া ইউনিয়নের চৌকস বিট অফিসার, এস,আই মলয় বসু ও এ,এস আই শ্যামল সরকার এর সহযোগিতায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর ঢাকুরিয়া এলাকায় মাধক বিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি রফিক কে আটক করি, এ সংক্রান্ত বিষয়ে মনিরামপুর থানায়, ৩৬ (১) সারণি ১৯ (ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে, যার মনিরামপুর থানা মামলা নম্বর ৪ তা ৫/২।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।