Monday, August 11, 2025

রৌমারীতে পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশ কর্তৃক নিরিহ মানুষের উপর নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ
করেছে। শনিবার সন্ধা ৭ টার দিকে গ্রামবাসীর উদ্দ্যোগে এ বিক্ষোভ মিছিলটি রতনপুর গ্রামের পাকার মাথা থেকে বের হয়ে কিছুদুর এসে শেষ হয়। এ সময় বক্তব রাখেন, আব্দুল কালাম, বাচ্চু,শাহিনুর, জাকির, আব্দুল্লাহ, বাচ্চু, তারেক,রেজাউল ওমেদ আলী প্রমুখ। তারা বলেন, সন্ধা আনুমানকি ৭ টার দিকে এএসআই হামিদের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম (সাগর) নামক এক ব্যাক্তিকে হাতেনাতে আটক করে । এ সময় পুলিশের হাত থেকে আসামী দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশের সাথে আসামীর ধস্তাধস্তি ও বাগবিতন্ডার এক পর্যায়ে পুলিশ তাকে মারপিট করে থানায় নিয়ে আসে।
ঘন্টা খানেক পর থানা থেকে ১০/১২ টি মটর সাইকেল যোগে ২০/২২ জনের সাদা পোষাকধারী একটি পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে অতকির্ত ভাবে দোকান পাট ও ঘরবাড়ি ভাঙচুর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ এবং গ্রামের সাধারণ নিরিহ মানুষকে মারপিট করে। এতে জাকির,
আব্দুল্লাহ, বাচ্চু, তারেক, রেজাউল ওমেদ আলী, নারী ও শিশু বাচ্চাসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশের এহেন কর্মকান্ডে গ্রামের মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয়। উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি রফিকুল ইসলাম সাগর রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের আব্দুস সালামের পুত্র। তিনি একাধিক মাদক মামলার আসামী। বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড লিটন চন্দ্র দাস গত ১৫ অক্টোবর ২৩ তারিখে জিআর ৫০/১৯ মামলাটির রায় ঘোষনা
করেন। এতে রফিকুল ইসলাম সাগরকে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ব্যাপারে রৌমারী থানা এসআই আনছার আলীর সাথে কথা বললে তিনি বলেন, ১ বছর সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী গ্রেফতারি পরোয়ানার জারির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রতনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র রফিকুল ইসলাম (সাগর)কে গ্রেফতার কালে একটু বাগবিতন্ডার সৃষ্টি হয়। এতে আমাদের এএসআই আশরাফুল ইসলাম আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে বিল হরিণা বাঁচাও আন্দেলন  জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টারবি: বিল হরিণার পাড়ে জনতা গড়ে তোল একতা'' এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর...

শ্রীপুরে-বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্টের শহীদদের প্রতি দোয়া।

  মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে,আজ রবিবার বিকেলে শ্রীপুর পুরান বাজার খাদ্য গুদামের সামনে আয়োজিত সাবেক...

গাজীপুরে সাংবাদিক হ/ত্যা মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের গভীর শো/ক ও প্র/তিবাদ

মণিরামপুর প্রতিনিধিঃ ছিনতাইকারীদের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা এবং একই দিনে চাঁদাবাজি নিয়ে...

দিনাজপুরে মাদকসহ গ্রেপ্তার -১

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি দিনাজপুরের পরিদর্শক মোঃ...