Monday, August 11, 2025

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করব- স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৯ যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আজ সোমবার(২৫ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার পক্ষে পথসভা ও গণসংযোগ করেন।
এসময় কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ইয়াকুব আলীকে এক নজর দেখার জন্য মোড়ে মোড়ে নারীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এছাড়া তিনি প্রার্থী হওয়ায় অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন।
গণসংযোগ ও পথসভায় বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, আমি দলমত নির্বিশেষে মানুষের বিপদে আপদে পাশে থাকায় ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাতে মনিরামপুর সংসদীয় আসন থেকে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে যশোরের দুঃখ খ্যাত ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবো ইনশাল্লাহ।

এছাড়া তিনি, ভোট কাটা,কেন্দ্র দখলসহ সকল প্রকার গুজব ও অপঃপ্রচারে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটের দিন সকাল সকাল পরিবার ও আশেপাশের সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএম ফারুক হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামালহোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল রবি, উপজেলা কৃষক লীগ নেতা সুকৃতি বিশ্বাস, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রনয় চৌধুরী, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা ও মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি কুমার মন্ডল,
যুবলীগ নেতা সবুজ ঘোষ, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য মন্ডল,প্রভাত চক্রবর্তী, লিটন দাস, অবনী মোহন মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মহিলা নেত্রী নবীনা রায়,বাসন্তী মন্ডলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে পুলিশ অ’ভিযা’নে আ’টক ০৩

রাজগঞ্জ প্রতিনিধি: মণিরামপুর থানা পুলিশের অভিযানে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে যশোর জেলা পুলিশ...

চাঁ’দাবা’জি মৎস্য ঘের-দ’খলবাজ পূর্ব অঞ্চলের ত্রাস অপুর্ব বিশ্বাস ধ’রাছোঁ’য়ার বাইরে

মনিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের রণজিৎ কুমার বিশ্বাস এর পুত্র অপূর্ব কুমার বিশ্বাস। তিনি ২০০৪ সালে সাবেক...

যশোরে বিল হরিণা বাঁচাও আন্দেলন  জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টারবি: বিল হরিণার পাড়ে জনতা গড়ে তোল একতা'' এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর...

শ্রীপুরে-বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্টের শহীদদের প্রতি দোয়া।

  মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে,আজ রবিবার বিকেলে শ্রীপুর পুরান বাজার খাদ্য গুদামের সামনে আয়োজিত সাবেক...