প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ৫:১৬ পি.এম
নড়াইলে এমপি মাশরাফি মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারী ২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ৯৪-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা পূনরায় আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় দলের বিভিন্ন সহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (রোববার) সন্ধ্যায় নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল করে। এসময় নেতা কর্মীরা আওয়ামীলীগের দলিয়ো নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা কে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে প্রচার প্রচারণা করেন।
এর আগে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এরপরে মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, নড়াইল ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি ছাড়াও আরো ২১ জন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।