Wednesday, October 15, 2025

লোহাগড়ায় গৃহবধূকে ধর্ষণ ধর্ষকদের গ্রেফতার করল যশোর পিবিআই

Date:

Share post:

প্রেস বিঙ্গপ্তিঃ

টাকা পরিশোধ করতে না পারায় লোহাগড়ায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষকদের গ্রেফতার করল পিবিআই যশোর।

ভিকটিম আসামি বাবু মোল্যার দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করত। বাকিতে মালামাল ক্রয়ের একপর্যায় আসামির দোকানে ১,৫০০/- টাকা বাকি হয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আসামির টাকা পরিশোধ করতে না পারলে গত ২৭/০৭/২০২৩ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় আসামি বাবু ভিকটিমের বাড়িতে পাওনা টাকা আদায়ের জন্য যায়। সেই সময় ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি বাবু ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ধস্তাধস্তির শব্দে ও ডাক চিৎকারে প্রতিবেশিরা ভিকটিমের বাড়িতে আসে এবং তাকে উদ্ধার করে। কিন্তু বিষয়টি এলাকায় জানা জানি হলে ভিকটিমের শাশুড়ি স্থানীয় মেম্বার ২নং আসামি রাসেল মোল্যার কাছে অভিযোগ করে এবং ধর্ষণের বিষয়ে থানায় অভিযোগ করতে চায়। তখন আসামি রাসেল মোল্যা বাদীর শাশুড়িকে থানায় অভিযোগ করতে নিষেধ করে এবং আসামি বাবুকে ২,০০০০০/- টাকা জরিমানা করে। আসামি বাবু জরিমানাকৃত ৭৪,০০০/- টাকা আসামি রাসেল মোল্যার কাছে দেয়। উক্ত জরিমানার টাকা হতে রাসেল মোল্যা ভিকটিমকে ৫০,০০০/- টাকা দেয়। পরবর্তীতে গত ০৪/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় সময় আসামি রাসেল মোল্যা ভিকটিমকে ফোন করে জরিমানার বাকি টাকা নেওয়ার জন্য চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের বলাডাঙ্গা ব্রীজের নিকট আসতে বলে। আসামি রাসেল মোল্যার কথামত ভিকটিম সেখানে পৌঁছালে আসামি রাসেল মোল্যা ও রাব্বি মোটরসাইকেলে ভিকটিমকে নড়াইল শহরে একটি অজ্ঞাত বাড়ীতে নিয়ে যায় তারপর গত ০৪/০৮/২০২৩ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় আসামি রাসেল মোল্যা ভিকটিমকে ধর্ষণ করে। পরদিন গত ০৫/০৮/২০২৩ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় আসামি রাব্বি ভিকটিমকে ধর্ষণ করে মর্মে জানা যায়। পরবর্তীতে ভিকটিম ঘটনার বিষয়ে পিবিআই যশোর কার্যালয়ে হাজির হয়ে পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার মহোদয় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হককে বিষয়টি ছায়া তদন্তের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক পিবিআই যশোর জেলার জিডি নম্বর ১৯৭ তাং-২১/১১/২০২৩ খ্রিঃ বাদীর লিখিত অভিযোগটি তদন্তকালে আসামিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত¡বধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে¡ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক সঙ্গীয় এসআই(নিঃ) সঞ্জয় বিশ্বাস, এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ সহ যশোর জেলার চৌকস দল কর্তৃক ছায়া তদন্তকালীন সময়ে ২১/১১/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ২০.০০ ঘটিকার সময় আসামি ১। বাবু মোল্যা, ২। রাব্বি ও ৩। রাসেল মোল্যাকে মিঠাপুর হাট বাজার আসামি বাবু মোল্যার চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভিকটিমের নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করলে লোহাগড়া থানার মামলা নং-৩০, তাং-২২/১১/২০২৩ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ৯(১)/৩০ রুজু হয়।

উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক এর উপর অর্পণ করা হয়। তদন্তকারী অফিসার কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ১। বাবু মোল্যা বাদীর নিকট টাকা আনতে যেয়ে তার বাড়ীতে জোরপূর্বক ধর্ষণ করা, আসামি ২। রাব্বি ও ৩। রাসেল মোল্যা টাকা দেওয়ার কথা বলে বাদীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামীদের অদ্য ২২/১১/২০২৩ খ্রিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নড়াইল আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...