
মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
”যুব’রা লড়বে, নতুন পৃথিবী গড়বে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জাতীয় যুবজোট এর উদ্দোগে বিএনপি – জামাতের হরতাল, অবরোধ, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আগুন সন্ত্রাস ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে যশোর জেলা জাতীয় যুবজোট এর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয় যুবজোট এর সভাপতি সোহেল আহমেদ, সহ – সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, বেলাল হোসেন সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাব্বুল, যুগ্ম সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিলন,দপ্তর সম্পাদক আজিজুর রহমান মিলন প্রমুখ। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় যুবজোটের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি নেতাজী সুভাসচন্দ্র বসু রোড় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে শেষ হয়।