
জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর জেলার ইসলামপুরে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (১১ নভেম্বর)সকালে ইসলামপুর উপজেলা আওয়ামী কার্যালয়ের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও আওয়ামিলীগের দলীয় পতাকা উত্তোলন হয়।মূলত এর মধ্যদিয়ে দিবসটির ভূমিকা শুরু করে।এরপর ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ করে।পরে উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এম.পি।প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু থেকে গত পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগে উল্লেখযোগ্য অবদান আছে।উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. মোহন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।এছাড়াও উপেজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,শহর যুবলীগ আহবায়ক মনিরুজ্জামান লাজু,ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান,ফারুক হোসেন সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।এতে ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ,যুবলীগ এবং মূল দলেন নেতাকর্মীরা অংশ নেন।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।