Sunday, July 13, 2025

স্বাধীনতাকামী ফিলিস্তিনের পাশে ভারতের জাতীয় কংগ্রেস ঘোষণা রাহুল গান্ধীর

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও লোকসভার সদস্য এবং সাবেক ভারতের প্রধানমন্ত্রী প্রায়ত ইন্দিরা গান্ধীর পৌত্রদী রাহুল গান্ধী ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ালেন। আজ ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই নিউজ দেওয়া হয়েছে। তিনি বলেন তার দাদীমা প্রায়ত ইন্দিরা গান্ধী ছিলেন মুক্তিযোদ্ধা প্যালেস্টাইন আন্দোলনের একজন সমর্থক। তিনি ছিলেন ১৪০টি, দেশের জোট নিরপেক্ষ দেশের চেয়ারম্যান। তিনি প্রায়ত প্যালেস্টাইন আন্দোলনের অন্যতম প্রধান নেতা প্রায়ত ইয়াসের আরাফাতের বন্ধু। তিনি স্বাধীন প্যালেস্টাইন আন্দোলনের সময় ভারতের পক্ষ থেকে সবধরনের সহায়তা করেছিলেন। তিনি ইয়েসত আরাফাত কে নিজের ভাই হিসেবে পরিচয় দিতেন। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময় গান্ধী পরিবারের সাথে ছিলেন। এবং প্রায়ত ইন্দিরা গান্ধীর সমাধি র সামনে ইয়েসত আরাফাত কে দুই চোখে র পানি ফেলতে দেখা যায়। দীর্ঘদিন ধরে ভারতের সাথে প্যালেস্টাইন আন্দোলনের এবং ফিলিস্তিনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এমনকি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সাথে প্যালেস্টাইন আন্দোলনের এবং ফিলিস্তিনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু কালের পরিবর্তনের ফলে আজ ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বি জে পি তার সমর্থনকারী আর এস এস চায়না সেই সম্পর্কে জোড় দেওয়া। গোড়া হিন্দুবাদীরা চায় না ভারতের সাথে মুসলিম বিশ্বের সম্পর্কে উন্নত হোক। কিন্তু ভারতের সাথে প্যালেস্টাইন আন্দোলনের এবং ফিলিস্তিনের মধ্যে পুরাতন সম্পর্কে জাড়াতে স্বাধীনতাকামী ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

তিনি তার দল তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করেন। সেই সঙ্গে গাজায় সাধারণ মানুষের উপর ইজরায়েলের হামলা এবং সাধারণ মানুষের মৃত্যুর জন্য ইজরায়েল কে দায়ী করেন। অবিলম্বে গাজায় সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করতে ইজরায়েল সরকারের কাছে অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি: যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের শুভ...

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্র’তিবাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২...

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...